সসাগরা | Sasagara

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ঠাকুরদাকে ডানিয়েল দেখে নি। তার জন্মের আগেই তিনি মারা গেছেন। বাবার মুখে ডানিয়েল বহুবার শুনেছে হিজ ম্যাজেস্টি ভর্জ দি সিক্সথের আমলে ঠাকুরদা এই ইণ্ডিয়ারই একটি প্রদেশে--যতদূর সম্ভব মাদ্রাজ কিংবা বোম্বাই অথবা মালাবারে গভর্ণর হয়ে এসেছিলেন। জাহাজ থেকে নেমে পাঁচ শ' গজী কাশ্মীরী কার্পেটের ওপর দিয়ে তিনি হেঁটে গিয়েছিলেন। তারপর শুরু হয়েছিল শোভাযাত্রা এ (দেশের AMS নেটিভরা মাথায় alsa কাজ করা পাগড়ি বেঁধে আর রেশমি আচটকান গায়ে দিয়ে মিছিল করে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। সে মিছিলে না ছিল কী? সুসজ্জিত হাতী ছিল, হাতীর পিঠে চমৎকার করে সাজানো হাওদা ছিল, উট ছিল, মাহুত ছিল, ঘোড়া ছিল। বহুবর্ণময় জমকালো একটা উৎসবের ব্যাপার যেন। এ-সব কথা বাবা যত বার বলেছেন তত বারই তার চোখ চকচকিয়ে উঠেছে। Bem Gre স্বাধীন দেশ। ঠাকুরদার মত সম্বর্ধনা পাওয়া এখন অকল্পনীয় কেননা, ঠাকুরদা এখানে এসেছিলেন দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে, রাজার প্রতিনিধি হয়ে। তার সম্বর্ধনার পেছনে ভয় ছিল, বাধ্যবাধকতা ছিল। তার আপ্যায়নে সামান্য ত্রুটি ঘটলে এদেশের নেটিভগুলোর ঘাড় থেকে কচাৎ করে মাথা নেমে যাবার সম্ভাবনা ছিল। ডানিয়েল এদেশে শাসনের সনদ নিয়ে আসে নি, সে রাজ-প্রতিনিধিও নয়। ডানিয়েল এক পলাতক SHIH মাত্র। তাকে হাতীর হাওদায় চড়িয়ে বরণ করে নিয়ে যাবার প্রশ্নই উঠে না। তবু HRA উপকূলের এই অজানা উপত্যকায় কালো কালো অর্ধ উলঙ্গ মানুষগুলির মিছিলে ভেসে যেতে যেতে ডানিয়েলের মনে হল গঠাকুরদার মত একটা রাজকীয় অভ্যর্থনাই সে পাচ্ছে। তাকে আর সেই ভয়লেশহীনা ফর্সা মেয়েটিকে মাঝখানে রেখে দলটা চলেছে। চলতে চলতে সঙ্গীদের দিকে একবার Silat ডানিয়েল। নিজেদের মধ্যে অনুচ্চ চাপা গলায় লোকগুলো কি যেন বলাবলি করছে আর আড়ে আড়ে ফিরে ফিরে ডানিয়েলের দিকে তাকাচ্ছে। ডানিয়েলকে ঘিরে একটানা গুঞ্জন যেন সঙ্গে সঙ্গে চলেছে। লোক্গুলোর ভাষা ডানিয়েলের জানা নেই। তবু আড়ে আড়ে তাকানো আর কৌতূহল এবং বিশ্ময়ে-ভরা চোখ দেখে সে অনুমান করতে পাবছে, তার সম্বন্ধেই ওদের মধ্যে গবেষণা চলছে। ওদের আলোচনায় সে অংশ নেবে, তার উপায় নেই। সেজন্য মনে মনে কিছুটা অসহায়ই বোধ করল ডানিয়েল। দুই টিলার মধ্যবর্তী সেই সিংহদরজা দিয়ে বেশ খানিকটা এসে পড়েছে তারা। গ্রামটা এখান থেকে খুব দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌছুনো যাবে। সঙ্গীদের দিক থেকে চোখ ফিরিয়ে একবার আকাশের দিকে তাকাল ডানিয়েল। একটু আগেও পশ্চিমণাটের দূর দিগন্তে আকাশ যেখানে ধনুরেখায় নেমে গেছে ঠিক সেইখানে দিনাস্তেব AY ws ছিল। এখন আর আতিপাতি করে খুঁজে তাকে পাওয়া যাচ্ছে না। সহ্যাদ্রির ওধারে সে অদৃশ্য হয়ে গেছে। সমস্ত উপত্যকা ঘিরে. যতদূর চোখ যায়. গাঢ ছায়াচ্ছন্নতা নেমে আসতে শুরু করেছে। ১৮



Leave a Comment