অনাগত | Anagata

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
৫ প্রথম পরিচ্ছেদ হবে। তুই আমার জিনিষগুলো সব গুছিয়ে দিস্‌ তো, তোর তো সব জানাই আছে-” অনিন্দিতা ঈষৎ চিন্তিতভাবে বলিল, “তুমিতো শিকার পার্টতে যাচ্ছ, এ দিকে মা যে ভেবে সারা, বলছেন, বাঘ ভালুকের মুলুকে যদি কোন বিপদ eo” মোহিত উচ্চৈম্বরে হাসিয়৷ উঠিয়৷ বলিল, “মার যে সব কথা! আমি কি আর একা যাচ্ছি, না আমি শিশু! কিন্তু তাকে দোষ দেওয়া বৃথা,--_এ যে বাঙ্গালীর আজন্ম সংস্কারের ফল, এ সব সংস্কার ভাঙ্গতে হবে। তুই মাকে বুঝিয়ে বলবি-_” অনিন্দিতা অভিমানপূর্ণস্বরে কহিল- “তুমি নিজেই মাকে বুঝিয়ে বল al কেন, তাঁর হয়ত রাত্রে ঘুম হবে না। তার পনুক্জুমি একবার বেরুলে কবে যে ফিরবে, তারও তো ঠিকানা নাই !” প্রতিমা একটু কুষ্ঠিতভাবে অনিন্দিতার পশ্চাতে দীড়াইয়া ছিল। এইবার সে প্রতিমার কাণে কাণে বলিল-_“আমার নিমস্ত্রণের কথাটা মোহিত দাকে বলনা ভাই 1” অনিন্দিতাঁও প্রতিমার অস্তিত্ব যেন ভুলিয়া গিয়াছিল, সে অপ্রস্তুত হইয়া একটু জোরের সঙ্গেই মোহিতকে বলিল-_- “দাদা, তোমার--ঠিক শিকারের বাতিক হয়েছে। প্রতিম| যে এখানে দাড়িয়ে আছে, তা এতক্ষণ তোমার চোখেই পড়ল না! একে “লেডি,” তাতে “গেষ্ট, ও কি মনে করবে বল দেখি ”” মোহিত ঈষৎ লজ্জিত ও অপ্রতিভ হইয়া প্রতিমার দিকে চাহিয়| বলিল, 7 -“বড়! ভুল হয়ে গেছে প্রতিমা, মাপ কর আমাকে; তুমি থে এসেছ, ভা আমি জানতেই পারিনি--” প্রতিমা মৃদু হাদিয়া বলিল-_“মাপ করতে পাখি মোহিত দা, যদি



Leave a Comment