আমার ফাঁসি হল [সংস্করণ-১] | Amar Phasi Holo [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
হুজুরের, তাই একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। আপনার আগে চাটুজ্জে aya ছিলেন, তারও রাাধাবাড়। করত। রীধাবাড়া, কাপড়- কাচা, জল-তোলা, বাসন-মাজ], গা-হাত-পা টেপা সমস্ত Bars | বিশ্বাসী ছোকরা--হাট করতে দিলে আনিটা ছুয়ানিটা এদিক-ওদিক করতে পারে | তার বেশি কিছু করবে না। চাটুজ্জে হুজুরও তেমনি, নিজে হাট করতে যেতেন-_-ছু-আনার roi চিংড়ি কিনবেন তো ছ-গণ্ডা ফাউ চেয়ে নেবেন। না দিলে নিজেই খামচা করে তুলে নেবেন মাছের ডালি থেকে । আপিসের হাকিম, কিছু বলতেও পারে না, কবে কোন্‌ খত-তমস্থকের ব্যাপারে গিয়ে পড়তে হয়! ডাকলেন, এই ছোড়া, চলে আয় এদিকে । মনিব cota মাইনের কথা সামনাসামনি বলে নে। বলছে হুজুর, বারো টাকা । চক্ষুপর্দা নেই আজকালকার ছোঁড়াদের। বারো টাকা এক লাট- সাহেবের মাইনে । আমি বলেছি, হুজুরকে বলে কয়ে আট টাকা অবধি তুলে দেব । কী বলেন হুজুর, বেশি বলে ফেলেছি ? বারো টাকাই দেব আমি | CAG ক্ষণকাল অবাক হয়ে চেয়ে রইলেন । হরিশকে বলেন, গড় কর্‌ ছোড়া, পায়ের YAN নে। গায়ে মাথায় মাখ্‌। এমন মনিব ভূ-ভারতে পাবি নে। কলকাতার মানুষ, চায়ের অভ্যাস আছে, তাই বুঝে চাঁ-চিনির জোগাড় রেখেছি। জল চাপাতে লাগ, আমি এক ছুটে ছুধ নিয়ে আসি bl করতে জানিস তো রে? আমার দিকে চেয়ে হেসে বলেন, জানবে কী করে? কৃপণের জাস্মু ছিলেন চাটুজ্জে হুজুর। অন্য কেউ দিলে খেতেন, নিজের ঘরে চায়ের পাট ছিল না। আচ্ছা, আসি আমি। আমিই চা করে দেব | সব রকম অভ্যাস আছে হুজুর | বয়স হয়েছে, আর চেহারায় তো শুকনে৷ একখানা Al StH | বেরিয়ে গেলেন তীরের মতন । পয়সাকড়ি কিছু হাতে দেব, তার ফুরসত পেলাম না। আজব মানুষ। কথাই বা কটা খলতে দিলেন এতক্ষণের মধ্যে ? একাই সব বলেন। So



Leave a Comment