জাতির মন্ত্র [সংস্করণ-১] | Jatir Mantra [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
জাতির মন্ত্র . ৫ আরতি ! তোমাকে এই মুহূর্তে আমার সঙ্গে পালিয়ে যেতে হবে। আরতি--এ কথা কেন লক্ষ্মী ? না লক্ষ্মী - দয়ারাম জানতে পেরেছে। সে হয়ত এখুনি সৈন্য নিয়ে এসে তোমায় বন্দী করবে ! আরতি -_তাই পালিয়ে যেতে বল লক্ষ্মী! তুমি না বীর? দয়ারামের ভয়ে পালিয়ে যাবো! মনে রেখোঁ আমি যে মন্দিরের পুজারিণী--দয়ারাম সেই মন্দির রক্ষী প্রহরী ! লক্ষ্মী -কিন্তু দয়ারাম যদি তোমায় বন্দী করে? আরতি-_-সে অবসর দয়ারাম পাবে না | মন্দিরের পুজারিণীর প্রতি যতটুকু অবমানন৷ সে করেছে, তারই জন্য আজ প্রভাতেই আমি নবাবের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করব। কিন্তু তোমার আর এখানে থাকা নিরাপদ নয়। লক্ষ্মী-_ইা, তুমি ঠিক বলেছ! আমি চললাম--আরতি! [হস্ত টানিয়| eal চুম্বন করিল। আরতি প্রণাম করিতে গেলে লক্ষ্মী তাহাকে কাছে টানিয়৷ লইয়৷ কহিল ।] প্রণাম নয়, প্রণাম নয় আরতি । আমি তোমার দেবতা নই--আমি মানুষ । তোমার নিকট আমার যা প্রাপ্য তা আমি পেতে চাই জাতির আত্মপ্রতিষ্টার শুভ TRS | আরতি-_-সে দিনের অপেক্ষাই আমি করব লক্ষ্মী লক্ষ্মী-_ ভগবানের চরণে প্রার্থনা--জাতির ভাগ্যে যেন সেদিন বিলম্বিত না হয়! প্রেস্থান) [আরতি সেইদিকে চাহিয়া] রহিল । পূব আকাশ তখন দিনের আলোর প্রভাতীগান গাহিতেছে 1]



Leave a Comment