রবীন্দ্রনাথের হাস্য-পরিহাস | Rabindranather Hashya-Parihas

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
f 2 ] সাধারণ কথাবার্তার মধ্যে কবি যেসব পরিহাস-রসিকতা করতেন, তার কিছু কিছু কেউ কেউ কোথাও কোথাও লিখেছেন। যেমন-- মৈত্রেয়া দেবী ভার “মংপুতে রবীন্দ্রনাথ' গ্রন্থে, রাণী চন্দ তার 'আলাপচারী রবীন্দ্রনাথ” গ্রন্থে, নন্দগোপাল সেনগুপ্ত তার “কাছের মানুষ রবীন্দ্রনাথ গ্রন্থে, প্রমথ নাথ বিশি তার রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন” গ্রন্থে, ডাঃ স্থনীতিকুমার চট্টোপাধ্যায় তার tay ভারত' গ্রন্থে, wave sa তার 'কবি-কথা' য় সাতাদেবী তার “পুণ্যস্থতি'তে এবং আচার্য ক্ষিতিমোহন সেন, পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী, Aisi রায়চৌধুরী প্রভৃতি তাদের কোন কোন প্রবন্ধে । Gere কবির অসংখ্য হাস্ত-পরিহাস তার শ্রোতাদের মুখে মুখে এখনও ঘুরে বেড়াচ্ছে। আচার্য ক্ষিতিমোহন সেন, প্রবোধচন্দ্র সেন, ডাঃ স্থনীতিকুমার চট্টোপাধ্যায়, ডাঃ কালিদাস নাগ, কবিশেখর কালিদাস ata, কবি রাধারাণী দেবী, কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়, পরিমল গোস্বামী, প্রভাতকুমার গঙ্গোপাধ্যায়, বনফুল, বনফুলের কনিষ্ঠত্র।ত৷ অরবিন্দ মুখোপাধ্যায় প্রভৃতির কাছে কবির অনেক হাস্ত-পরিহাস আমি শুনেছি | বিভিন্ন গ্রন্থ ও সাময়িকপত্র থেকে এবং কবির এইসব শ্রোতাদের মুখ থেকে তার এই অতুলনীয় হাস্ত-পরিহাসগুলি আমি সংগ্রহ করেছি ae হাস্ত-পরিহাস গুলি থেকে মানুষ রবীন্দ্রনাথের একটি দিকের পরিচয় পাওয়া যায়। বন্ধিমচন্দ্র বলেছেন--কবির কবিত্ব বুঝিয়া লাভ আছে সন্দেহ নাই। কিন্তু কবিত্ব অপেক্ষ৷ কবিকে বুঝিতে পারিলে আরও অধিক লাভ ৷ তাই রবান্দ্রনাথের কাব্য আস্বাদন করে আমরা যেমন আনন্দ পাই, তেমনি আরও অধিক আনন্দ লাভের জন্য তার ঘটনাবহুল বৈচিত্র্যময় জীবনের একট একটি অধ্যায়ও আমরা বিশেষভাবে বুঝবার চেষ্টা করব।



Leave a Comment