ভারত আমার | Bharat Amar

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
তারতের সোঁগোলিক ও রাষ্ট্রনৈতিক পরিচয় ১৫ যে দেশে আমরা বাস করি তার চেহারাটা কেমন, তাও জান] দরকার | ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আসলে আমরা! দেখব যে এখানকার জমি সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু, কোথাও নীচু--কোথাও বা সমতল। জমির এ অবস্থা প্রাকৃতিক কারণেই হয়েছে। অবস্থা ভেদে ভারতের জমিকে চার ভাগে ভাগ করা যায়। যেমন ঃ >| উত্তরের পাহাড়ে জমি; ২। সিদন্ধু-গঙ্গার সমতল ভুমি; © | দক্ষিণের মালভূমি; ৪ । উপকূলের ABT | আগেই বলেছি যে ভারতের উত্তর দিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা--হিমালয় পর্বতমাল| । সদা জাগ্রত প্রহরীর মত এই পর্বতমালা! আমাদের উত্তর সীমান্ত রক্ষা! করছে। শুধু কি তাই ! আরও অনেক উপকার করছে সে | ভারতের আশপাশের সাগর-মহাসাগর জল সূর্যের তাপ পেয়ে বাচষ্পে পরিণত হচ্ছে । এ জলীয় বাষ্প বাতাসে মিশে আকাশে উঠে যাচ্ছে। A হচ্ছে CAT! ভারতের আকাশে উড়তে উড়তে এ মেঘ বাধা পাচ্ছে হিমালয়ের গায়ে। হিমশীতল হিমালয়ের চূড়ায় ধাক্কা খেয়ে মেঘ শীতল হয়ে বৃষ্টি ঢালছে। সেই বৃষ্টির জল পেয়ে “উত্তরের শুকনো পাহাড়ে জমি” যেন প্রাণ ফিরে পাচ্ছে | আবার হিমালয়ের চূড়াগুলি খুব উঁচু বলে বারে! মাসই বরফে BI থাকে। সুর্যের প্রখর তাপে সেই বরফ অল্প অল্প করে গলে। আর সেই বরফ-গল! জলে ভারতের অনেক নদীই পুষ্ট হয়। সিদ্ধ, ব্রহ্মপুত্র ও গঙ্গা নদী এ বরফ গলা জল থেকেই VS হয়েছে । আবার এ জলেই এদের AE | oe সব্‌ নদী ও তাদের শাখানদী



Leave a Comment