শিক্ষা, সমাজ ও ধর্ম [সংস্করণ-২] | Shiksha, Samaj O Dharma [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
শিক্ষা সমাজ ও ধর্য ভাষায় অনুরাগবশতঃ ইনি এককাচালকদের সহিতও সংস্কৃতে কথা কহিতেন। অবশ্য তাহারা! সেসব মোটেই বুঝিতে পারিত না। ১৮৯৬ খ্রীষ্টাব্দে স্বামী বিবেকানন্দ আমাকে লগুন মহা- নগরীতে আহ্বান SH asa যান এবং আমার উপর সেখানকার বেদাস্ত প্রচারের কার্ধযভার প্রদান করিয়া স্বদেশে প্রত্যাবর্তন করেন। গৃহীত প্রচারকার্ধের ভার কিছুকাল বহন করিবার পর নিউ ইয়র্ক সহরে প্রধান কেন্দ্র খুলিনার জন্য আদিষ্ট হইয়৷ আমি আমেরিকা যাত্রা করি। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক বেদাসত্ত সমিতির তখন শৈশব অবস্থা | ইহার সভ্যসংখ্যাও মুষ্টিমেয় । প্রাণপাত পরিশ্রম করিয়৷ আমি সেই সংস্থাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করিতে সমর্থ হইয়া- ছিলাম। নিংসম্বল অবস্থায় আমি নিউ Sark প্রথম উপস্থিত হই । আর এই wae পঁচিশ বৎসরের মধ্যে ভারতবর্ষ হইতে এক কপর্দকও গ্রহণ করি নাই। নিউ ইয়র্কবাসীরা আমার সমস্ত প্রয়োজনীয় ব্যয়ভার বহন করিয়া সহরের বাহিরে আশ্রমের জন্য eee একর পরিমিত এক Pre ও নিউ ইয়র্ক সহরে অন্যুন ছুই লক্ষ টাক মূল্যের একটি বাসগৃহ আমায় দান করেন। বর্তমানে* শ্রীরামকৃষ্ণমিশনের চারিজন সন্যাসী সেখানকার বিভিন্ন কেন্দ্র হইতে প্রচারকার্ধে নিযুক্ত আছেন। আজিকার সন্ধ্যার সভায় আমার বক্তৃতার বিষয় হইতে স্বতঃই আমাদের পুণ্য মাতৃভূমির অতীত গৌরবের কথা মনে হইতেছে! আজ মনে পড়িতেছে সেই প্রাচীন ভারতের শিক্ষা, দীক্ষা, ধ্যান-ধারণার মহান্‌ কাহিনী ও সত্যতার ১। ১৯২৫ Race |



Leave a Comment