বিভূতি-রচনাবলী [খণ্ড-৪] | Bibhuti-rachanabali [Vol. 4]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
Vi (৩) বিভূতিবাবু অলৌকিকে আস্থাবান ছিলেন। তার vite পরিচয় ছড়িয়ে আছে তার রচনায়। এমন লেখক যে ভূতের গল্প লিখবেন এবং ভালো গল্প লিখবেন তা প্রত্যাশিত নয়। অথচ বিভূতিবাবু ভালো ভূতের গল্প লিখেছেন। এ গল্পগুলি তাঁর অল্যান্প অতিলেৌকিক গল্প থেকে কিছু স্বতন্ত্র রকমের | এই গ্রন্থাবলীর সংকলনের মধ্যে বিশুদ্ধ ভূতের গল্প আছে তিনটি। তার মধ্যে একটি “ভৌতিক পালঙ্ক”, কিছু নিরেস রচনা মনে হয় কাহিনীবস্ত Gaus | আর দুটি “বিরজাহোম ও তার বাধা” এবং “কাশী কবিরাজের গল্প” লেখকের শ্রুত ট্রাডিশনাল ধারার গল্প। সেই কারণেই ভূত-বিশ্বাসী লেথকের হাতে গল্প দুটি অমন উৎ্রেছে। ‘ata! gala প্রারস্ভ অপরাজিতর অপুদের মনদাপোতায় যাওয়ার মতো। এটির ere ট্রাডিশনাল হতে পারে, তবে এতে অপুজিতুর Projection কিছু পড়েছে মনে হয়। ‘ate! গল্পটি ভৌতিক নয়, তবে ভৌতিক গল্পের কৌতূহল জাগায় | তারানাথ কবিরাজ তান্ত্রিকের অভিজ্ঞতা রূপে — দুটি অলৌকিক গল্প লিখেছিলেন তাঁর মধ্যে একটি কিন্নুর দলের অন্তর্গত oF তান্ত্রিক-জোযোতিষী চরিত্রের আভাস অপরাজিতয় আছে। সেখানে তিনি কবিরাজ, থাকেন উত্তর কলকাতায়, তার পত্নী অভাবের সংসারে সর্বদা কর্মব্যস্ত, নিপুণ এবং maT তাঁর কথা অপু বহুদিন ভুলতে পারে নি। গল্পটিতে জ্যোতিষী থাকেন ধর্মতলার কাছে। এরও সংসার অসচ্ছল | জ্যোতিষীর বৌটি গল্পের নেপথ্যে রয়ে গেছেন, তবুও বোঝা কঠিন নয় যে তিনিই কবিরাজ বধূর সাজে দেখা দিয়েছিলেন একদা। গল্পে তার প্রতিনিধিত্ব করেছে তাদের বড় মেয়ে চারি, বয়স দশ বছর । স্বীকার করতে লজ্জা নেই, বিদ্যাধরী সাধনার কাহিনীর চেয়ে তারানাথ জ্যোতিষী ও Sty সংসারের ছবিটিই আমার অনেক বেশি ভালো লেগেছে | (8৪) “উৎকর্ণ: পাঁচ বছরের ( অক্টোবর-নভেম্বর ১৯৩৬-৪১) ডায়রি থেকে ARG প্রথম তিনটি উপন্যাস তখন লেখা হয়ে গেছে, “আরণ্যক! লেখা চলছে। বিভূতভূষণের লেখকমর্ধাদা তথন প্রতিষ্ঠিত । তিনি নানাস্থানে যাচ্ছেন বেড়াতে ও সভাসমিতি করতে, অভ্যর্থনা কুড়োতে। অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এ সব বর্ণনা কৌতুহল জাগায়। ব্যাপার বেশিদিনের নয়, কিন্তু দেশের Slates সব দ্বিক দিয়ে হঠাৎ এমন বদলে গেছে যে, মনে হয় কবেকার এ সব কথ|। বিভূতিবাবুর ভাব-জীবনের কিছু কিছু নির্দেশও তার ডায়রিতে আছে। তার সাহিত্যের আলোচনা প্রসঙ্গে সে সব কথা মূল্যহীন নয়। তবে আপত্তি করছি গ্রন্থনামটি মতিরিক্ত কবিত্বময় ব্লে। কাব্যগ্রন্থ হলে নামটি মানাত। শ্রীসুকুমার সেন



Leave a Comment