পূর্বক্ষন | Purbakshan

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সত্য স্বপ্ন আর কান্নায় এ হল সেই একটা সময়ের কাহিনী যখন আমরা ঠিক ছোটো নই, ঠিক Vo নই। যখন আমরা কাটিয়ে উঠছি, হয়ে উঠছি। যখন আমরা জানি না, তবু জানি। সব কিছু তখন ছায়া ছায়া, সব কিছু আশ্চ্য। অনেক আমরা দেখে ফেলেছি, তবু অনেক আমাদের অদেখা। সব কিছু তখন ভাঙা ভাঙা, আর সব কিছু তবু উন্মুখ তখন আমরা ঠিক ছোটো নই, ঠিক বড়ো নই | এ হল সেই একটা সময়ের কাহিনী যখন ফুটবল খেলা শেষ হয়ে যাবার পর আমাদের সেই ছোটো শহরটার ছোটো নদীটার পাড়ে এসে আমর! বসতাম গোল হয়ে। আমরা সমবয়সী কয়েকজন! এপাড়া ওপাড়ার আমরা কয়েকজন । নদীর জলে ভাঙা ভাঙা ছায়া | আকাশের আচড়ে মিলিয়ে আসছে লাল। তখন নদীর জলে আমরা! আপন মনে ঢিল ছু'ড়তাম একটার পর একটা । আর বলাবলি করতাম সাপের মাথায় সত্যি সত্যি মণি আছে কিনা। যদি থাকে সে মণি দেখতে কেমন, কতোখানি জায়গা তাতে ঝলমল করে উঠবে। বলাবলি করতাম আর অবিশ্বাস করতাম আর আমি টেচাতাম, বাজে, বাজে । কিছু মানি না ওসব । কিছু না তাই কথনো হয়! আমি একটা বইয়ে পড়েছি, ওসব শুধুই বানানো, কল্পনা। আর শপণ্টুটা চিৎকার করে বলত, কেন হবে না। তুমি না দেখতে পারো, আমি না দেখতে পারি, নিশ্চয়ই কেউ দেখেছে | ১৫



Leave a Comment