তবুও মানুষ | Tabuo Manush

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
পণ তবুও মানুষ দৃষ্টিপাত করিল। তারপর মাথা নত করিয়| বলিল, তারা] বলে আমার বাপের ঠিক নেই । আমি জারজ-_ সঙ্গে সঙ্গে তাহার চক্ষু হইতে টপ. টপ, করিয়া মুক্তার মত Bega ঝরিয়] পড়িতে লাগিল। সাহেব মুহূর্তমধ্যে তাহার ব্যথা বুঝিতে পারিলেন। তিনি তাহাকে দুই হাতে নিজের বুকের কাছে টানিয় আনিয়া রুমালদিয়া তাহার চোখ মুছাইয়া দিতে লাগিলেন। কয়েক মুহুপ্ত অতিবাহিত হইল। সাহেব এবার বলিলেন, তোমার কোন ভয় নেই, চুপ কর কেঁদে না। ' সাম্বনার বাক্য শুনিয়। অশোক এবার ফোপাইয়া ফোপাইয়া কুঁাদিয়া উঠিল । সে যে এর পূর্বের কখনো এমন সোহাগের বাণী ও আদরের স্পর্শ পায় নাই। BRL যে তাহার কাছে অনাস্বাদিত নৃতন fogs সে যে জ্ঞান হইতে কেবল অনাথ আশ্রমের sara নিকট হইতে দাতপিচানি ও বেত্রাঘাত ates] আসিয়াছে। মানুষ যে এত ভালবাসিতে পারে, এমন মিষ্ট কথা কহিতে পারে তাহা সে পূর্বে কখনও ধারণায় আনিতে পারে নাই। সাহেব যতই তাহাকে আদর সোহাগ করিতে লাগিলেন, ততই তাহার দুখ যেন বাড়িয়া যাইতে লাগিল। সাহেব তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, তোমার খিদে পেয়েছে,না অশোক,--কিছু খাবে--কেমন ? তারপর ব্ল্যাকার সাহেবকে বলিলেন, Peal থেকে কয়েকথানা CBB অশোককে দাও তো । ব্ল্যাকার তাড়াতাড়ি Pe হইতে কয়েকখানা cas বাহিত করিয়| অশোকের হাতে দিয়া বলিলেন, tte | . অশোক হাত পাতিয়া cagefa লইয়া, সেগুলি বুকে চাপিয় ধরিয়। অন্য হাতে চোখ মুছিতে লাগিল।



Leave a Comment