মাটির মাশুল | Matir Mashul

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
মাটির মাশুল লাটসাহেবী দর, কেমন হবে এবারের ফসল, তাগ, আবোয়াব আদায়, জুলুম ইত্যাদির কথা। আর সেদিন রামপুরে পত্তনিদার মদন শাসমলের লোকের সঙ্গে চাষীদের যে মারামারিটা হয়ে গেল সেই আলোচনা 1 রাখাল একটা নতুন খবর দিয়েছে আজ, মদন শাসমলের ভাইপো না কি জখম হয়েছিল দাঙ্গায়, হাসপাতালে মারা গেছে। তার চেয়েও জবর একটা খবর গুনে এসেছে fex, সত্য কি মিথ্যা জানে না। হাঙ্গামার পর পুলিশ এসে রামপুরে ধর-পাকড়-জুলুম চালাচ্ছিল, হঠাৎ না কি পুলিশ চলে গেছে গা ছেড়ে। একেবারে হঠাৎ, সকালেও দলকে দল পুলিশ হাজির ছিল, বেলা খানিক বাড়তে না বাড়তে মার্চ করে চলে গেল ষ্টেশন রোডের দিকে । তিনুর এই অদ্ভুত কাহিনী নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা sea সবাই যে ব্যাপারটা হৃদয়ঙ্গম করবে তার সময় পাওয়া গেল না। ধরণী এল বৈঠকথখানায় | বলল, বেশ, বেশ। তোমরা এয়েছ দেখছি। তা বেশ, তা বেশ। ভয় দুর্গা প্রীইরি । তামাক আনতে বুড়ো হলি শালার পুত? ঘরের মধ্যেই ভেতরের দরজার কাছে দাড়িয়ে কানাই wes ফু দিচ্ছিল, নজর পড়ায় ধরণী বলল, এই যে এনেছিস্‌ ! একেবারে যে মোটা গোল-গাল তা নয়, নাছুস-মদুস চেহারা ধরণী তরফদারের, বেঁটে বলে মোটা দেখায় বেশী । টান| চোখ, মুখখানা থ্যাবড়া না হলে অপরূপ মানাত) আর ae GH না হত দামাল মোচের মত খন । টানা চোখে একবার সে তাকিয়ে নেয় সবার দিকে, কে কে এসেছে, .কেন এসেছে, মোটামুটি BAe করে নিতে। দিন-কাল বড় থারাপ পড়েছে, এক দিন সকালে বৈঠকথানায় নেমে যদি ছাথে যে এক দল আধিয়ার হাতিয়ার নিয়ে অপেক্ষা করছে, মোটেই সে আশ্চর্য্য হবে না। ব্যবস্থা অবস্ত সে করে রেখেছে ৰা



Leave a Comment