গোবিন্দদাসের পদাবলী ও তাঁহার যুগ | Gobindadaser Padabali O Tahar Jug

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ভূমিকা এরূপ কোন ভণিত| পাই নাই। “ভাবে ভরল SR” ইত্যাদি পদ্টীর ভণিতায় হরেক্ষ্ণবাবু লিখিয়াছেন-- “গোবিন্দদাসিয়৷ বলিহারি”, কিন্তু ক্ষণদার (১০১) পাঠ--“গোবিন্দদাস বলিহারি”, পদামৃতমমুদ্ত্রের (৪২৯) ভণিতাও “গোবিন্দদাদ বলিহারি ।” পদকল্পতরুর (২০৯৮) পাঠও Satz 1 “চিত চোর গৌর অঙ্গ” ইত্যাদি পদটাতেও তিনি ভণিতা দিয়াছেন--"গোবিন্দদাসিয়৷ করত আশ ।” কিন্তু ভক্তিরত্বাকর (৮৮৯ পৃঃ) এবং পদকল্পতরুর (২১১২ ) পাঠ “আশ করত গোবিন্দদাস।* প্রাচীন ও প্রামাণিক মন্কলনগ্রন্থগুলির পাঠকে ate sfan কোনে৷ পুথির পাঠকে মানিতে হইলে প্রমাণ করা৷ উচিত যে, এ পুথি পূর্ববোক্ত মুদ্রিত প্রাচীন সন্ধলনগ্রন্থগুলি হইতে প্রাচীনতর ও বিশ্ুদ্ধতর। অথচ কোনে৷ আকর পুথির উল্লেখমাত্র হরেক্ষষ্ণবাবু কোথাও করেন নাই | রসমগজরী যে সমস্ড গ্রন্থে গোবিন্দদামের পদাবলীর সন্ধান পাওয়) যায় তাহাদের পরিচয় প্রদত্ত হইতেছে I Ast শতাব্দীতে পীতাম্বরদাস “রদমঞ্জরী”তে এবং Fania কবিরাজের শিষ্য বলিয়। খ্যাত মুকুন্দদাম 'সিদ্ধান্ত- চন্দ্রোদয়ে' গোবিন্দদাসের পদ উদাহরণস্বরূপ উদ্ধৃত করিয়াছেন | কিন্তু Stata রসের লক্ষণাদি দৃষ্টাস্ত- সংযোগে দেখাইতেছেন বলিয়। কবির পরিচয় দেওয়ার প্রয়োজন*মনে করেন নাই 1 কোন অলঙ্কারের গ্রন্থেই কবিদের পরিচয় দেওয়ার চেষ্টা করা হয় না। পীতাম্বরদামের পিতা রামগোপালদাস “বাণ-অঙ্গ-শর- aa Tans শাক” অর্থাৎ seve শকে বা ১৬৪৩ খ্রীষ্টাব্দে রসকল্পবল্লী রচনা করেন। এ গ্রন্থের পরিপূরক রূপে পীতাম্বর ‘WI গ্রন্থ লেখেন। খুব সম্ভব ১৬৬০ হইতে ১৬৭০ খ্রীষ্টাৰ্ের মধ্যে রসমঞ্জরী রচিত হয়। ইহাতে গোবিন্দদাদের নামান্কিত নিম্নলিখিত ২৪টা পদ পাওয়া যায়। তন্মধ্যে তারকা-চিহ্নিত eh পদ কেবলমাত্র রসমঞ্জরীতে পাওয়া যায়, অন্ত কোথাও দেখা যায় না। [৩০ (>) গুরুজন নয়ন বিধুস্ধকদ মন্দ। নীল নিচোলে ঝাঁপি মুখচন্দ॥ (পৃঃ ৩)--৩৫৮ (২) হরি রহ কাননে কামিনী লাগি। জাগরে জর জর মনসিজ আগি ॥ (পৃঃ ৫ )--৩৬২ রাকা নিশাকর কিরণ নিহারি। যতনে পরয়ে ধনি ধবলিম সারি ॥-_৩৭৯ (৪) সজনী অব Bek করহ পয়াণ। পদন্থে মিলব ye কান ॥ (পৃঃ ১১ )--৪০*৬ পবন পরশে চলিত মৃদু পল্লব। শুনইতে বল্লভবালা (পৃঃ ১৩)-৩৮৪ (৬) পরিজন সকল মন্দির ত্যজি গেলহি। চান্দ গহন দিন লাগে ॥ ( পৃঃ ১৪ )--৪১৪ অপরূপ রমণী অভিলাষ। সঙ্কেত Stacy সেজ বিছাই (পৃঃ ১৫ )--৪০১ (৮) দেখ সখি অটমীক রাতি। আধ রজনী বহি যাতি॥ (পৃঃ ১৭ )--৪১১ (৯) হরি হরি fe ভেল পাপ পরাণ। যামিনী আধ অধিক বহি যায়ত ( পৃঃ ১৮ )--৪০৫ খতুপতি রাতি বিরহজরে জাগরি দোতি উপেথলি রামা (পৃঃ ১৯ )--৪২৩ মাধব তরুতলে রাই। BN পথ পুন পুন চাই ॥ (পৃঃ ২০)--৪১৯ সঙ্কেত লাগি রজনি হম জাগরি সহচরিগণ করি সঙ্গ (পৃঃ ২২ )--৪৩০ *(১৩) May উজোরল চান্দে। হেরি ধনি ফ্ুকারিয়া কান্দে ॥ (পৃঃ ২৩ )-_৬৪০ *(১৪) রসের হাটে face আইলাঞ সাজাঞা পদার। গাহক নহিল রে যৌবন ভেল ভার I (প্ঃ২৫ )--৭১৬ (১৫) চাতক সম হরি Aces SARS দ্বার খলাইতে রাধা (পৃঃ ২৯ )-_-৩৭৭ (রসম্জরীতে ভণিতা নাই ) (১৬) আজ তুহু শঙ্কর দেবা। জাগর পুণফলে প্রাতহি ভেটলু (পৃঃ ৩৪ )--৪৪১ *(৩) *(৫) *(৭) (১০) *(১১. (১২)



Leave a Comment