সসেমিরা [সংস্করণ-১] | Sosemira [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
৩ ' মণিমগুন আমরা সিঁড়ি fra উপরে উঠিতে লাগিলাম। দ্বিতলে আছে রান্নাঘর, ভাড়ার ঘর, চাকরদের থাকিবার স্থান এবং তক্তপোশপাতা একটি বসিবার ঘর। আমরা দ্বিতল ছাড়াইয়া ত্রিতলে tia গেলাম। এই ব্রিতলে গৃহস্বামী সপরিবারে বাস করেন | তৃতীয় তলে উঠিলে গৃহন্বামীর বিত্তবত্তার পরিচয় পাওয়া যায় । বিলাতী তালা লাগানো ভারী দরজায় রেশমী পর্দা, মেঝেয় পুরু গালিচা ; ড্রয়িংরমটে দামী আসবাব দিয়া সাজানো, গদি-মোড়৷ সোফা সেটের মাঝখানে কাশ্মীরী কাঠের নিচু টেবিল ; ছুই জানালার মাঝখানে বইয়ের আলমারি, দেয়ালে পারসিক ছবি-আকা টাযাপেদ্দ্রি, ইত্যাদি। উপস্থিত ঘরটি একটু afew: মণিময় আমাদের ঘরে লইয়া far বলিল, “বাবা, ব্যোমকেশবাবু এসেছেন ।” দেখিলাম রসময় সরকার একটি চেয়ারে বসিয়া ডান পা সম্মুখ- দিকে প্রসারিত করিয়া দিয়াছেন এবং একটি বিবাহিতা যুবতী তাহার পায়ের কাছে বসিয়া তাহার অঙ্গুষ্ঠে সেক দিতেছে। রসময়- বাবুর বয়স অঙ্গমান পঞ্চাশ, ভারী গড়নের শরীর, মাংসল মুখ এখনও বেশ দৃঢ় আছে | আমাদের দেখিয়া তিনি তাড়াতাড়ি উঠিবার চেষ্টা করিয়৷ আবার বসিয়া পড়িলেন, আমার ও ব্যোমকেশের পানে vTap চক্ষু ফিরাইয়া ছুই করতল যুক্ত করিয়৷ ব্যোমকেশকে বলিলেন, “আসন্দুন ব্যোমকেশবাব। আমি সব দিক দিয়েই বড় কাব হয়ে পড়েছি। আপনি--আপনারা এসেছেন, আমি বীচলাম। বসুন, বস্থন অজিতবাবু |” আমাদের মধ্যে কে ব্যোমকেশ তাহা প্রশ্ন না করিয়াও তিনি বুঝিয়াছেন। রসময় সরকার বিষয়বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তাহাতে সন্দেহ নাই | আমরা সোফায় পাশাপাশি বঙিলাম । ব্যোমকেশ বলিল, “পায়ে বাত ধরেছে দেখছি। বাত রোগটা মারাত্মক নয়, কিন্তু বড় কষ্টদায়ক |” রসময় বলিলেন, “আর বলবেন না। আমার, শরীর বেশ ভালই,



Leave a Comment