ব্রাহ্মসমাজ চল্লিশ বৎসর [সংস্করণ-২] | Bramhasamaje Challish Bathsar [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
উপচ্রমণিকা ৩ জমিদারী গেলেও চন্দবংশের GT তেমন হীন হয় নাই; লুকিয়] এবং sodas ৭ খানি গ্রাম ইহাদের তালুক ছিল। “otras রামনাথ oe” নামে কতকগুলি মহাল এখনও ময়মনসিংহের কালেক্টরীর তৌজিভুক্ত দেখা যায়। এই রামনাথ ow বিনোদরাম ow চৌধুরীর পিতা। জমিদারী অপেক্ষাও এই তালুকগুলির প্রতিই ইহাদের অধিক মমতা far) কিন্ত সর্বগ্রাসী কালপ্রবাহে সে সকল তালুক ও বিশাল অট্টালিকাপূর্ণ লুকিয়ার “চন্দবাড়ী” কোথায় ভাসিয়া গিয়াছে। লুকিয়ার নীচে ক্ষুদ্র জনাই নদী প্রবাহিত হইত, পিতৃদেবের মুখে শুনিয়াছি, বাল্যকালে তাহারা এই নদী সাতারিয়া পার ₹ইতেন, এবং পরপারবতা যাট্রিয়া গ্রামের ঘটক মহাশয়েরা স্নান সময়ে লুকিয়ার খাটে আসিতেন ৷ সেই ক্ষুদ্র স্রোত চিলমারীর নিকটস্থ স্থানে ত্রম্মপুত্রের সহিত মিলিত ছিল, কালক্রমে ব্রম্মপুত্রের মহাপ্রবাহ এই Fy খাতে প্রবাহিত হইয়া “দাওকোবা” নামে তীমকায় নদীর স্ষ্টি হইল। ইহাই ময়মননিংহের পশ্চিম প্রান্তে প্রবাহিত স্বিশাল যমুনা নদী । এই নদীলন্রোতে কত লোকের সর্বনাশ হইয়াছে এবং কত প্রাচীন বংশের খনসম্পত্তি ও কী তেকা হিনী পৃথিবীর পৃষ্ঠ হইতে মুছিয়] গিয়াছে !* নদী-প্রবাহে ভুসম্পস্তি mene ভাসিয়৷ গেল; কিন্তু বংশাভিমান গেল Al আমার জ্ঞাত জো্যেষ্ঠতাত মাধবচন্দ্র চন্দ রায় তখন বংশের প্রধান ব্যক্তি ছিলেন ; তাহার ইচ্ছাক্রমে নির্ধারিত হইল, যমুনার চরায় যেখানে fae আচার্য মহাশয়ের নিকট বিনোদরাম চন্দ চৌধুরী প্রদত্ত পারস্ত ভাষায় লিখিত জ্বমিদারা fear asain ছিল । তিনি @ সম্বন্ধে অনেক গল্প আমাদের নিকট বলিতেন এবং সেই বংশের সম্ভান বলিয়৷ আমাকে বিলক্ষণ স্নেহ ও আদর করিতেন | “১৭৭৮ খৃষ্টাব্দে রেনেল সাহেব WHA মানচিত্র প্রস্তুত করেন। এ মানচিত্রে যমুনার উল্লেখ নাই। ইহার vo বৎসর পর বুকানন হেমিল্টন এই জেলার ভূমি জরিপ করেন, তাহার লিখিত বিবরণে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনার বিষয় প্রথম অবগত হও] যায়, সুতরাং এই ত্রিশ বৎসর মধ্যে কোন সময়ে যমুনার উৎপত্তি অনুমান করা যাইতে পারে ।” ময়মনসিংহের বিবরণ ৬৩ পৃষ্ঠা | আমার পিতৃদেব ১৮৬৮৮ সনে প্রায় ৭৫ বৎসর বয়সে পরলোক গমন করেন, তিনি বাল্যকালে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষভাগে জনাই নদী দেখিয়াছেন, সুতরাং উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে যমুনার উৎপত্তি হইয়াছে। উধৃত বিবরণেও তাহাই দেখা যাইতেছে। বস্তুত যমুনার বয়স শত বৎসরের অধিক নহে।



Leave a Comment