নানাসাহেব | Nanasaheb

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ABA থাকত না। তাই রাজ্য রক্ষার জন্ত তারা! দতকপুত্র নিতেন। ৷ CARA দেখলেন এই একটা মস্ত বড় সুযোগ। দেশীয় রাজারা স্বাধীন হলেও তারা৷ ছিলেন কোম্পানীর aires কাজেই অনেক ব্যাপারে কোম্পানীর বিধি-বিধান তাঁদের মেনে চলতে হতেো এবং প্রত্যেকের রাজ্যেই থাকতেন একজন করে কোম্পানীর প্রতিনিধি। এদের বলা হতো রেসিডেন্ট। ডালহৌসি আইন করলেন--যে সব রাজা দত্তক নেবেন, কোম্পানী তা অনুমোদন করবেন এবং কোম্পানী অনুমোদন না করলে সেই রাজ্য রাজার মৃত্যুর পর কোম্পানীর হাতে চলে যাবে; কিন্তু satel সেই দত্তক পুত্রকে যে সব বিষয়-সম্পত্তি দিয়ে যাবেন, কোম্পানী তাতে হাত দেবেন না। এই রকম আশিত রাজ্যের মধ্যে সেতারা, নাগপুর ও পুনার রাজারা ছিলেন মারাঠা বংশের সম্ভান। ডালহৌসির এই আইনের আঘাত সর্বপ্রথমে গিয়ে পড়ল HSA রাজ্যের ওপর | সবাই বিস্ময়ে, আতঙ্কে ও ভয়ে চমকে উঠল। এ কী বিচিত্র বিধান কোম্পানীর | এ যে ধর্মের ওপর আঘাত; দত্তক-নেওয় যে আমাদের ices Siew | কিন্তু এসব প্রতিবাদে কান দেবার মত মানুষ ছিলেন না ডালহৌসি | যেমন করে হোক ভারতে কোম্পানীর রাজত্বের পরিধি বাড়াতে হবে--ছলে বলে অথবা কৌশলে ৷ সেইজন্য ডালহৌসির এই আইন, আইন নয়, রাজ- নীতির একট! কৌশল মাত্র--এই কথাই বলতে লাগল সকলে | এর আগে অস্ত্রের' বলে তিনি অধিকার করেছেন আরো দুটো খুব বড়ে৷ বড়ো রাজ্য--পাঞ্জাব ও SAHA পেগু। এইবার আইনের নামে তিনি বিস্তার করলেন কৌশলের জাল । প্রথমেই তার দৃষ্টি পড়ল সেতারার ওপর । তাঁর সর্বগ্রাসী era প্রথম Safe সেতার ৷ ছত্রপতি শিবাজীর সেতারা। ‘9



Leave a Comment