নোনা জল মিথে মাটি | Nona Jal Mithe Mati

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
উত্তর আন্দামানের এই উপসাগরে উনিশ শ ছাপ্পান্ন সালে একটা জাহাজ এসেছিল | উপসাগরের পারে একদল মানুষ নামিয়ে দিয়ে জাহাজট৷ পোর্ট র্লেয়ার ফিরে গিয়েছিল | এই মানুষগুলোকে আমি দেখেছি। faaa, ভীরু, যৃতমুখ একদল মানুষ । মুখে যাদের কোন রেখাই ফোটে Al, চোখে পলক পড়ে না, পিঠ ছুমড়ে বেঁকে গিয়েছে ; মাথা সিধা রেখে চলার সাহস যারা হারিয়েছে ; সেই সব মানুষ | উত্তর আন্দামানের এই উপসাগরে ASA শ বিরানব্ইতে আর একটা জাহাজ এসেছিল । সেই জাহাজেই ক্যাপটেন কিড দু শ gate কয়েদী নিয়ে এখানে এসেছিলেন | তাদের আমি দেখি নি। তাদের কথাই এখন শুনছি। বলছে ফরেস্ট গার্ড খিলাফৎ খান | এটা উনিশ শ সাতান্ন সাল, ATA শীতের এক মধ্য বিকাল | এখন স্থর্যটা ঢলে পড়েছে। উপসাগরের নীল জলে রোদ দোল খাচ্ছে। ছোট ডানায় বিরাট আকাশ মাপতে মাপতে সিন্ধকুসারস- গুলে স্যাডল পীক পাহাড়ের দিকে চলে যাচ্ছে। দূরের সমুদ্রে আবছা, Betas হয়ে গিয়েছে | বিরাট একখণ্ড পাথর লোনা জলে ক্ষয়ে গিয়েছে। তার উপরে বসেছিলাম, আমার পাশে খিলাফৎ খান I খিলাফৎ বলছিল | উত্তর আন্দামানের এই উপসাগরে কত যে তুফান ওঠে, লেখাজোখা নেই | দক্ষিণ সমুদ্র ১



Leave a Comment