ঢাকা সমগ্র ১ | Dhaka Samagra 1

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
অর্থাৎ আর্মেনিরা তখন ঝুঁকেছিলেন পাশ্চাত্য সংস্কৃতির দিকে | এক কথায় বলা যেতে পারে, অনেকের জমিদারি গিয়েছিল হাতছাড়া হয়ে 1 ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও তারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন | উনিশ শতকের দ্বিতীয়ার্ধেই এঁদের অনেকের জমিদারি হাতছাড়া হয়ে গিয়েছিল | আরাতুনের উত্তরাধিকারীরা খাজা আলিমউল্লাহর কাছে জমিদারি বিক্রি করে চলে গিয়েছিলেন কলকাতায়, লুকাস জমিদারি বিক্রি: করে দিয়েছিলেন আনন্দচন্দ্র রায়ের কাছে, পোগজ জমিদারি বিক্রি করে চলে গিয়েছিলেন লন্ডন | অনেকে আবার ব্যবসা- বাণিজ্য ছেড়ে গ্রহণ করেছিলেন অন্য পেশা | উদাহরণস্বরূপ ১৮৭০ সালে ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপন দেখা যাক ঢাকা নগরীর মেঃ জে. সি. এন. পোগজ সাহেবের জোযেষ্ঠ পুত্র মেঃ CAVA জে. পোগস সাহেব যিনি বিলাতে শিক্ষিত হইয়া, ব্যারিষ্টারের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং যিনি এতদিন আগ্রা ও এলাহাবাদ হাইকোর্টে ব্যারিষ্টারের কার্য্য করিতে ছিলেন, সম্প্রতি তিনি ঢাকায় আগমন করিয়া GaAs ফৌজদারী ও সেশন আদালতে কয়েকটি মোকদ্দমায় কার্য্য করিয়াছেন | মোকদ্দমাকারীগণ তাহাকে কোন মোকদ্দমায় নিযুক্ত করিতে ইচ্ছা করিলে তাহাকে DISTR পানিয়াটি সাহেবের গল্লিতে তাহার বাসস্থান অনুসন্ধান করিবেন |” তবে অনেকে শেষ পর্যন্ত থেকে গিয়েছিলেন বা ফিরে এসেছিলেন ঢাকায় । এমনি একজন ছিলেন জে. ডি. বাগনার ৷ তিনি আর্মেনীদের রাজনৈতিকভাবে সচেতন ও এক্যবদ্ধ করে তোলার জন্য ১৮৯২ সালে কলকাতা থেকে প্রকাশ করেছিলেন মাসিকপত্র আরা । কিন্তু পরের বছরই পাততাড়ি গুটিয়ে চলে এসেছিলেন ঢাকায় । এবং তখন (১৮৯৩) থেকে "সাহিত্য, আর্মেনীয় ইতিহাস ও রাজনৈতিক বিষয়ক মাসিকপত্র' আরা প্রকাশিত হত ঢাকা থেকে 1 পত্রিকাটির পৃষ্ঠাসংখ্যা ছিল কুড়ি 1 বার্ষিক চাদা দু-টাকা | প্রতি সংখ্যার দাম ছিল আট আনা | বিজ্ঞাপনের হার ছিল প্রতি পাতা আট টাকা, অর্ধেক পাচ টাকা | ঢাকা শহরের বিভিন্ন কাজকর্মে, সভা-সমিতিতে আর্মেনীয়রা যুক্ত করেছিলেন নিজেদের 1 নিকি পোগজ প্রতিষ্ঠা করেছিলেন পোগজ স্কুল । আরাতুন ছিলেন ঢাকা নর্মাল স্কুলের অধ্যক্ষ । তার আমলে নর্মাল স্কুল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল । একটি বাদে জানা যায় - 'অন্যান্য নর্ম্মাল স্কুল হইতে বাঙ্গালা ভাষার পরীক্ষায় ঢাকা নর্ম্মাল স্কুল উৎকৃষ্ট নম্বর প্রাপ্ত হইয়াছে । কলিকাতা ও হুগলীর বালকগণ পূর্ব্বদেশীয় বালকগণ অপেক্ষা বাঙ্গালা ভাষায় অধিকতর পটু বলিয়া আমাদিগের যে সংস্কার ছিল, এতদ্বারা তাহা সম্পূর্ণ তিরোহিত হইয়া গিয়াছে?' ঢাকার প্রথম মিউনিসিপ্যাল কমিটিতে ছিলেন সার্কিস । ১৮৭৪-৭৫ সালে, ঢাকা পৌরসভার ন-জন কমিশনারের মধ্যে দু-জন ছিলেন আর্মেনী জে. জি. এন. পোগজ এবং এন. পি. পোগজ ৷ ১৮



Leave a Comment