দ্বন্দ্ব | Dwandwa

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
“কি করে তোমাকে বোঝাব! ব্যাপারটা কি জানো, ও একটা অসুখ। মাথার fe নরম হয়ে যায়, প্রায় গলে যায় যেন |” “ও অসুখ কি সারে 1” “হ্যা, কোন রকম গাফিলতি নাহলে সেরে যায়। ঠাণ্ডা-ডুশ আর গরম সেক দিত হয়। খাওয়ার ওষুধও আছে I” “হবে ।--.কিন্তু আমার অবস্থা ভাবো। আমি তাঁর সংগে বাস করতে পারবো না। না, কিছুতেই পারবো না। আমি যখন তোমার সংগে থাকি, সমস্ত ব্যাপারটা নিয়ে দার্শনিকতা করতে athe, মৃদু মৃতু হাসতেও পারি। কিন্তু ঘরে ঢুকলেই আমার দফা রফা। এত ভীষণ অমহায় লাগে। যদি কেউ বলে, আরো একমাস ওর সংগে বাস করতে হবে, তাহলে বোধ হয় আমি নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলবো। আবার, ওকে যে ছেড়ে যাবো এও হতে পারে না, HAST! ওর কোন বন্ধু নেই, আত্মীয় স্বজনও নেই | নিজে খাটতে পারবেন৷। তাছাড়া ওরও টাকা নেই, আমারও নেই। আমি ছেড়ে গেলে ওর কি হবে? কার কাছে যাবে? চিন্তায় এর কুল পাওয়া দায়। বল, বন্ধু বল কি করি 1” “হু”, উত্তর দেওয়ার কোন কিছু না পেয়ে গর্জন ছাড়লো সেমোলেনকো | “তিনি কি তোমাকে ভালবাসেন গ “হ্যা ভালবাদে। কারণ ওর বয়দ আর মানসিক গঠনটাই ৯



Leave a Comment