কমরেড লেনিন | Comrade Lenin

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
Say থেকে স্বাভাবিক ভাবেই Sta পরিবারের ছয়টি শিশু ও কল্যাণময়ী whe বাদ যেতো না। যতক্ষণ আর যতদিন, তিনি বাড়ীতে থাকতেন্ছর গল্পে, আনন্দে আব প্রচণ্ড প্রাণময়তায় সাবা বাড়ীটা ভরিয়ে রাখতেন। ছেলে- মেয়েদের সামনে তার বাক্তি-জীবন, ত্যাগ-সেবা-আদর্শ ও পৌরুষ- দঢ়তার উদাহরণ হিসেবে সবসময়েই প্রোজ্জ্ল ছিল 1 অপরপক্ষে, তিনিও ছেলেমেয়েদের সমাজ্-কর্মে 'ও মানব-সেবাঁয় উদ্বুদ্ধ হতে সবসময় অনুপ্রাণিত করতেন--উৎসাহ দিতেন | শিশুদেব মনে কত oti তাদের জানার water কত বিচিত্র এবং বহুমুখী fee sf তাদের সব প্রশ্নেরই সাধ্যমত জবাব দিতেন। কোন কিছুকেই এড়িয়ে যেতেন না। আর তব অফিস থেকে পাওয়া সব ছুটিটা, সমস্ত পরিবারের সঙ্গেই কাটাতেন। চোখ বুজলে বেশ দেখতে পাচ্ছি ? প্রায় একশ বছর আগেকাব রুশ দেশের এক মধ্যবিত্ত পরিবারের বসার ঘরের মর্ধিখানে এক প্রৌঢ় বেশ জমিয়ে গল্প করছেন। পাঁচটি ছেলেমেয়ে তার চারদিকে থখিরে বসে আছে-_তাদের চোখে-মুখে, ভাবে-ভঙ্গিতে যেন সমস্ত জগতের বিস্ময় জমাট বেঁধে আছে-_বর্ষার মেঘের মত। একটু দূরে গৃহিণী আগুণের Bess কাছে বসে কি যেন বুনছেন- চোখ সেলায়ের দিকে- কিন্তু কাণ রয়েছে তার, সেই গল্পের দিকে । একটা শিশু তার কোলেব কাছেই ঘুমিয়ে আছে। কাঁচের শাসির ওপার দিয়ে দেখা যাচ্ছে যে বাইরে che পেঁজা তুলো আকাশ থেকে ঝরে পড়ছে । বরফ পড়ছে | এ ছাড়াও ছেলেমেয়েদের মধ্যে একটা সহযোগিতার মনোভাব যাতে গড়ে ওঠে তার জন্যে প্রত্যেককে মধ্যে নানারকম কাজের ভার Gist করে দেবার ব্যবস্থা ছিল। যেমন মেয়েরা দেখতো যে ভাইদের জামা- কাপড় সব পরিচ্ছন্ন আছে কিনা । মাঝে মাঝে বাড়ির লাগোয়৷ বাগানে যখন খাবার ব্যবস্থা করা হতো তখন ছেলেরা চেয়ার-টেবিল বয়ে নিয়ে যেতো -_-আর মেয়েরা খাবার গোছানো, সাজানো, প্লেট-চামচে %



Leave a Comment