দেশপ্রাণ বীরেন্দ্রনাথ | Deshapran Birendranath

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ > প্রাণ দিয়ে ভালবাসতেন বলেই তিনি এই জেলার প্রত্যেক আপদ-বিপদে একান্তিকভাবে সাহায্যের জন্য অগ্রসর হতেন। মেদিনীপুরবাসীরাও তার এই স্বদেশগ্রীতির জন্য তাকে তাদের হৃদয়ের অকুণ্ট অদ্ধা-প্রীতি অর্পণ করতে FG হত না। ॥ পাচ ॥ বীরেন্দ্রনাথ যে স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন, সে কথা পূর্বেই বলা হয়েছে। ১৯১৯ সালে ময়মনসিংহে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের অধিবেশন হয়। তিনি মেদিনীপুরের প্রতিনিধিরূপে এই সম্মেলনে যোগদান করেন। তিনিই এর পরবর্তী অধিবেশন মেদিনীপুরে আহ্বান করেন। তার আপ্রাণ চেষ্টায় ১৯২০ সালে মেদিনীপুরে এই অধিবেশন বিশেষ সাফল্যমণ্ডিত হয়। sage সালে কলকাতায় নিখিল ভারত রাষ্ট্রীয় সমিতির এক বিশেষ অধিবেশন হয়। পাঞ্জাবকেশরী লাল৷ লজপত রায় এই অধিবেশনে সভাপতিত্ব করেন। বীরেন্দ্রনাথ এই সময়ে কংগ্রেস- প্রতিনিধিগণের খাদ্য-সরবরাহ-বিভাগের সম্পাদক নির্বাচিত হন। এতে তিনি বিশেষ কর্মদক্ষতার পরিচয় দেন। এই অধিবেশনের সর্বপ্রধান ও প্রথম আলোচ্য বিষয় ছিল মহাত্মা গান্ধীর প্রস্তাবিত অহিংস অসহযোগ ব্রত অর্থাৎ কোনও রূপ হিংসার আশ্রয় গ্রহণ না করে সর্বপ্রকারে ব্রিটিশ গভর্নমেন্টের



Leave a Comment