গিরিশচন্দ্র | Girischandra

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নাট্যসাহিত্যে গিরিশের স্থান ৩ xfs করিয়াছিলেন। শিক্ষাও তাহার প্রকৃতির পাঠশালাতেই হইয়াছিল | এদিকে আবার তাঁহার পূর্ববর্তী কালে কি সম- সময়ে তাঁহার সমকক্ষ অন্য কোন নাট্যকার না থাকায় তাহাকে যেন সর্ববদা নিজ স্ঠ্ির সহিতই প্রতিযোগিতা করিতে হুইত। এই যুগে জন্মগ্রহণ করিয়াও ইংরেজী বিদ্যালয়ের উন্নত শিক্ষা লাভ করা গিরিশের অদৃষ্টে ঘটে নাই। স্কুলের পর স্কুল ঘুরিয়া প্রবেশিকার দ্বার পর্য্যস্তও যখন পেঁছিতে পারিলেন না, তখন তিনি পড়াশুনা ছাড়িয়া গৃহে আসিয়া! বসিতেই বাধ্য হইলেন। অতঃপর তাহার প্রকৃত শিক্ষা আরম্ভ হইল নিজ গৃহে বসিয়া জ্ঞানচর্চায় এবং প্রকৃতির শিক্ষায়তনে। বাণীমন্দিরের সদর দ্বার তাহার নিকট রুদ্ধ হইয়া গেলেও গভীর জ্ঞানস্পৃহ! এবং একান্তিক অধ্যবসায়ের বলে উত্তরকালে তিনি যে জ্ঞানসম্পদের অধিকারী হইয়াছিলেন, বিশ্ববিস্তালয়ের উচ্চতম শিক্ষাপ্রাণ্ড ব্যক্তির শিক্ষাও তাহার নিকট ম্লান হইয়া যায়। একদিকে তিনি যেমন রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি অধ্যয়ন করিয়া! ভারতীয় সভ্যতা ও আদর্শসম্বন্ধে গভীর জ্ঞান লাভ করিয়াছিলেন, আর একদিকে তেমনি সেক্ল্পিয়র, মোলিয়ার, মার্লো, মিলটন, casa, মিল প্রভৃতি কবি, নাট্যকার, সাহিত্যিক ও দার্শনিকগণের গ্রন্থ পাঠ করিয়া পাশ্চাত্ত্য ভাবধারার সহিতও তিনি বিশেষভাবে পরিচিত হইয়াছিলেন। তাই প্রাচ্য এবং প্রতীচ্য উভয়বিধ শিক্ষার প্রভাবই তাহার নাটকে প্রতিফলিত দেখিতে পাওয়া ata: শিশুকালেই খুলপিতামহীর নিকট পৌরাণিক গল্প ofa পুরাণের প্রতি অপরিসীম are তাহার জম্মিয়াছিল, আর মাতুল নবীনকৃষ্ণ বসুর শিক্ষাগুণে সাহিত) ও wine তিনি আয়ত্ত করিতে সমর্থ হইয়াছিলেন।



Leave a Comment