নিখোঁজ নায়িকা | Nikhonj Nayika

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
Al স্যার, আপনি জানেন না। আমাকে প্রয়াস কাপুর আপনার নাম করে বলেছিলেন আপনি স্পট চান নির্জনসমুদ্রের ধারে, ছোট্ট কয়েকটা বসতি থাকবে। থাকবে ঝাউবন, বালিয়াড়ি, সোনালি বিচ, ছোট ছোট পাহাড় আর নির্জনতা। — তো? — তো, আমায় আগেভাগে আসতে হয়েছিল সেই কারণেই। তখনই এ ছেলেটির সঙ্গে আলাপ হয়েছিল। ছেলেটার নাম বিষ্ণচরণ mer! খুব খেটেছিল সিনেমায় একটা পার্ট পাবে বলে। সেই থেকেই চেনা। -__বিষ্ণচরণকে খুঁজেছেন? — কোথায় পাব? আজ ওদের বোশেখ মাসের কী একটা উৎসব আছে। সবাই এখন তাড়ি খেয়ে ALTE আছে। মনে হয় না কাল সকালের আগে বিষুত্ঞকে পাওয়া যাবে। —JATS পারছেন আপনি কী কথা বলছেন? ঝোলাগালের মুখটা তুলতে তুলতে ACH দাস বলেন, —An বুঝেছি স্যার। রাতের মধ্যে দেবমিতা দেবীকে খুঁজে না পাওয়া গেলে, -__তাহলে? --আমি আবার চারদিকে খুঁজে দেখছি স্যার। যাবে কোথায়? যাবেই বা কেন? এটা কী মামার বাড়ি? নাকি পিকনিক স্পট? মনের সুখে হারিয়ে গেলেই হল। আরো FRE বকতে বকতে সন্তোষ দাস বেরিয়ে গেলেন। উটের মতো করে মুখটা সামনের দিকে তুলে ধরে প্রয়াস কাপুর বললেন, -- ডাইরেক্টর সাহেব, হামি শুনেছে কী, একদিন আপনার এমবিশান ছিল আপনি খোঁচর হোবেন। রাগে নিশপিশ করে Goa রবিকরের হাতের মুঠোটা | মনে মনে প্রয়াসের মুখে বেশ কয়েকটা এলোপাথাড়ি ঘুষি চালিয়ে দিতে দিতে রবিকর বলল, --ধুত্তোরি মশাই! আপনি বাংলাটা ভালো বলতে পারেন না। শেখেনও নি, বলতে যান কেন বলুন তো? —- কেনো, কেনো? হামি বিশ বরষ বাংলা মুলুকে আছে। কুছ ভুল বরকিয়েছে? সিগারেটটা রবিকর প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু সন্ধ্যের পর থেকে সেটা লাগাম ছেঁড়া ঘোড়ার মতো ছুটে চলেছে। আবার একটা সিগারেট ধরিয়ে বলল, --খোঁচর মানে জানেন? _ হাঁ, কিউ নেই। খোঁচর ery যো আদমি আইবি মে কাম করতা! --আমাকে দেখে আপনার সেই রকম মনে হয়? দু কানে আঙুল ঠেকিয়ে প্রয়াস বলে, --নেহিজী, লেকিন, আপকা দোস্ত SAMA মুঝে বাতায়া কী -ডু ইউ নো দ্যা একজ্যাক্ট মিনিং অব প্রাইভেট ইনভেস্টিগ্যেটর? --টিকটিকি? পাশেই ছিল অলীক। ও ফিক্‌ করে হেসে ফেলল। কটমটিয়ে ওর দিকে তাকিয়ে রবিকর বলে, --এই লোকটার সঙ্গে কথা বলার কোন মানে হয় না। বাজে ১৮



Leave a Comment