নতুন পৃথিবীর নতুন মানুষ | Natun Prithibir Natun Manush

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১০ নতুন পৃথিবীর নতুন মানুষ সময়ের GD প্রয়োজনীয় খাছ্য আর দরকারী জিনিস-পত্র রেখে দিলেন। এতে এগিয়ে চলবার সময় খানিকটা করে ভার কমে, কারণ যতই এগিয়ে যেতে হয় ততই শক্তি কমে আসতে থাকে এবং তখন সামান্য ভারও বইতে পারা যায় না। তা ছাড়া ফেরবার সময় এই সব তাবু ধরেই ফিরতে হয়, এই তাবুগুলে। হলো ফেরবার পথের নিশানা এবং ফেরবার মুখে ACTA একমাত্র ভাপ্ডার। মেরু-অভিযানের নিয়মই হলো, এই ভাবে Siz ফেলে এগিয়ে যাওয়া কারণ মেরু-পথে সব চেয়ে কঠিন কথা হলে) শুধু পৌছলেই হবে না, আবার ফিরে আসতে হবে। মেরুর সেই নিষ্করুণ তুষার-মরুভূমির মধ্যে অপেক্ষা! করে থাকবার কোন উপায় নেই, তুমি যেখান থেকে যাত্রা করেছ সেইখানে আবার ফিরে আসতেই হবে। তাই মেরু-অভিযানে এগিয়ে যাওয়ার চেয়ে বড় কথা হলো ফিরে আসা। সেই পথহীন তুষারের রাজ্যে পথের কেন নিশানা নেই। পায়ের চিহ্ন (সখানে পড়ার সঙ্গে সঙ্গে তুষার ঝঞ্জায় ঢাকা পড়ে যায়। তাই ফেরবার পথে একমাত্র নিশানা হলে, যাবার-সময়ে-ফেল| এই তাবুগুলো। দূর থেকে দূরবীণে এই তাবু শাদা বরফের বুকে একটা কালো বিন্দুর মত দেখায়। সেই কালো বিন্দুকে লক্ষ্য করেই ফিরতে zai বিপদ হয়, তুযার-ঝড়ে যখন এই তাবু বরফে ঢাকা পড়ে যায়, তখন দূরবীণে আর কিছুই দেখা যায় না, চারদিকে শুধু MBIA] ছেদহীন GAS! ফেরবার পথে যদি কোন রকমে এই তাবুর নিশামা হারিয়ে যায়, তাহলে সেই তুযার-মেরু- ভূমিতে বীচবার আশা aR হয়ে আসে, কারণ পথের পাথেয় এবং আশ্রয় সব সেই তাবুতেই। এইখানে হলোঙমেরু-অভিযানের ভয়ংকরতা।



Leave a Comment