ক্যাম্পফায়ারের খেলা | Campfayarer Khela

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
[ ৭ ] করবার একট! বাসন! আছে। এই সকল বিষয় অবতারণা করবার চেষ্টার আভাস পেলেই স্কাউটমাষ্টারকে তৎক্ষণাৎ Sl বন্ধ করিয়ে দিতে হবে। ক্যাম্পফায়ারের হাসি, Stara গল্প সকলই স্থ্মাজ্জিত ও রুচিসঙ্গত হওয়া চাই । এটি শিক্ষার বিষয় । আর তাকে দেখতে হবে যে সেখানে এমন কোনও ধর্শ্মের প্রসঙ্গ না উত্থাপিত হয় যাতে ভিন্ন ধর্মাবলম্বী অন্ত কোনও লোকের প্রাণে বিন্দুমাত্র আঘাত লাগতে পারে। আর একটি জিনিস সকলকেই মনে রাখতে হবে যে ক্যাম্প- ফায়ার একলার জিনিন নয়। উদ্দেশ্য যে সকল ছেলেই কিছু কিছু এতে দান করে সমাগত সকল ব্যক্তির আনন্দ বৃদ্ধি করবে। অথচ সময় অল্প, কাজেই কোনও বিষয় অধিক সময়ব্যাপগী হবে না। এজন্য সংযম শিক্ষার দরকার। ক্যাম্পফায়ার নিজের বাহাদুরি দেখাবার স্থান নয়। সকল সময় অপরের কথ! স্মরণ রাখতে হবে। বিষয়গুলি স্বল্প ও সুমিষ্ট হলেই সকলের আনন্দ বর্ধন করবে। এই ১০১টি খেলার মধ্যে নানা রকমের খেলা আছে - আমোদের খেলা, বুদ্ধির খেলা, শক্তির খেল! স্কাউটিং শিক্ষার খেলা, চিন্তা, স্মরণ, দৃষ্টি, শ্রবণ ইত্যাদি ইন্দ্রিয় শক্তির বিকাশের খেল৷।। সকল থখেলাতেই অবশ্য মামোদ পাওয়া যায় কিন্তু খেলাবার সময় স্কাউটমাফ্টার ভিন্ন ভিন্ন রকমের খেলা বেছে নিয়ে খেলাবেন, তাহলেই ছেলেদের আনন্দের ata বেশী হবে।



Leave a Comment