সেই চিরকাল | Sei Chirakal

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
৮ সেই চিরকাল মেয়েকে পালিয়ে নিয়ে এসেছিলেন । তিনি সত্যিকারের রাজকুমার নন, লোক- সুবাদে রাজকুমার । মণিপুরে বহু afew লোকের রাজপরিবারের সঙ্গে কোন- না-কোন সম্বন্ধ আছে | তারাও নিজেদের রাজকুমার বলে পরিচয় দিয়ে থাকেন। TON যেন এক নিঃশ্বাসে এতক্ষণ অতীতের সমুদ্র মন্থন করে যাচ্ছিল । আমি fatty বন্ধ করে শুনে যাচ্ছিলাম তার কাহিনী । কখন যে তার কুটারের দরজার সামনে থেকে হাত সরিয়ে নিয়েছি তার খেযাল নেই। কিন্তু যখন তার বিবরণ নিজের কাহিনী থেকে রাজকুমারে এসে পেঁ।ছল, কেবল তখনি নিজের মধ্যে ফিরে এলাম । খুব ক্ষীণস্বরে বললাম--মাপ করবেন, আর গুনতে চাই না। আপনার সব কথা আমি বিশ্বাস করছি | ম্লান আচ্ছন্ন কণ্ঠে মঞ্জরী বলল--বিশ্বাস করুন আর নাই করুন, আপনি এখনি খেয়ে চলে যান। আমি আপনার সামনেই বসে থাকব । ভয নেই যে বাইরে গিযে গোরাদের ডেকে আনবার cod Faq | আলপনা-দেওয়া কাঠের পিড়িতে বসেই বুঝতে পারলাম যে, এই আসন ওর মিজের জন্যই তৈরী far নিজেরই খাবারটুকু দিয়ে আমার অতিথি সতকার করবে। প্রতিবাদ করে বললাম--মঞ্জরী দেবী, আপন।র খাবারটা আমি খেয়ে নেব না। শুধু একটু জল দিন | পরিহাস- নিজের প্রতি পরিহ।স-ভরা কণ্ঠে সে বলল-- ২, দেবী, অবশ্যই দেবী ! দানবের লুট করা দেবী ! চুপ করে রইলাম একটুক্ষণ। তারপর বললাম--শুনুন মঞ্জবী দেবী, আমি আর আপনি একসঙ্গে বসে খাব। আপনি আমায খেতে দিচ্ছেন, আশ্রয পিচ্ছেন। আমি জাতে বামুন। কাজে, ধরুন ক্ষত্রিয়। কিন্তু আপনাকে আমি শ্রদ্ধা করি। নিজের মনেই যেন মঞ্জরী বলে গেল-হ্যা, শ্রদ্ধা করি ! নিজের প্রতি যে একটুও শ্রদ্ধা, একটুও পবিত্র ভাব বাকি নেই সেটা কি করে GD লোকে বুঝবে ? না মঞ্জরী দেবী, একথা বলবেন না। আপনি নিণ্য়ই উচ্চশিক্ষিত -- ইংরেজী যখন জানেন | একথা তো জানেন যে, বিপদ বা দুর্দিব আপনাকে ছেয়ে ফেলতে পারে, কিন্তু ছোট করতে পারে ন!া। এই নিন--এই APS আপনার জন্য ভাত তুলে দিলাম | চট করে খেয়ে নিন । আমারও দারুণ ক্ষিদে পেয়েছে।



Leave a Comment