জন্মাষ্টমী | Janmashthami

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
MBA | q ধনার সন্তান হইতে আরম্ভ করিয়| সুত্রধরের পুত্র পর্য্যন্ত একই we ভুক্ত হইয়া দলে যোগ দিতেন। তাহার পর দেবালয় প্রাঙ্গনে উপস্থিত Sea প্রথমে গান ও নৃত্য; প্রাঙ্গন পিচ্ছিল--সৃতরাং পতন অবশ্যস্তাবী। গান শেষ হইলে দেবালয়ের বারান্দা হইতে দুই তিনটা কুমড়া! ও বাতাবি লেবু সেই সংকীর্তনের দলের মধ্যে নিক্ষিপ্ত হইত Hata crea অধিকার করিতে পারিতেন, তাহার৷ সেই সকল অমুল্য Way কোলের মধ্যে জড়াইয়া ধরিয়৷ প্রাঙ্গনে aha পড়িতেন ; অন্যান্য সকলে সেই গুলি কাড়িয়া লইবার জন্য যথারীতি চেষ্টা করিতেন । পিচ্ছিল প্রাঙ্গনে তখন হুড়ানুড়ি, গড়াগড়ি, কাঁড়াকাডু লাগিয়৷ যাইত । সে-যে কি সুন্দর দৃশ্য! এখনও মনে হইলে আনন্দ হয়। শরীরে যথেষ্ট সামর্থ্য না থাকিলে এ ব্যাপারে কেহ যোগ দিতে ABA হয় নাই। কিন্তু সে-কালে পল্লী-অঞ্চলে এ শ্রেণীর যুবকের অভাব ছিল না; তখন ত ম্যালেরিয়৷ দেশে প্রবেশলাভ করে নাই; SAAS এমন দুর্দিন আসে নাই; তখন আমাদের পল্লী-অঞ্চলের লোকে পেট ভরিয়৷ ভাত খাইতে পাইত; তখন পুকুরে মাছ ছিল, গোয়ালে গাই ছিল, বাগানে তরিতরকারী ছিল, মরাইয়ে ধান ছিল ; তাই শরীরেও শক্তি ছিল | এই কাড়াকাড়ি কুস্তি লড়াইয়ের পর আহার। সেই কর্দামাক্ত দেহেই SHAS হস্তে তালের বড়া দেওয়া হইত ; আর সেই কর্দামলিপ্ হস্তেই সকলে তালের বড়া আহার করিতেন। আর, সে কি একটা-আধটা--এক এক জন এক ডজন, দেড় ডজন । এই রকম পাঁচ-সাতটা দেবালয়ে কর্দম-ত্রীড়া, মল্লযুদ্ধ, ata কম করিয়| হইলেও এক এক জন ৫০।৬০টা তালের বড়! ও কতকগুলি শশা! ভোজন করিয়া! Gen তৃতীয় প্রহরে নদীতে a Asia স্নান করিয়া গৃহে Sorta | একজনেরও কোন ByY করিত না, কাহারও পেটের অসুখ হইতে দেখি নাই,-_ডিস্পেপ্সিয়া, ক্ষাণদৃষ্টি কাহারও ছিল না। সে নন্দোৎসবের আনন্দ, সে RATS, সে বলিষ্ঠ দেহ, সেই অপরিমিত ভোজন এখন আর দেখিতে পাই না-নন্দোৎসবই উঠিয়া গিয়াছে। এখনকার ছেলের] এই ব্ণন| পড়িয়| বলিবেন, উঠিয়া গিয়াছে, ভালই হইয়াছে।



Leave a Comment