পয়মন্ত | Paymanta

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নিমাই ঘোষ তার জন্য মিষ্টি পানের হুকুম দিলো 1 পানটা মুখে দিয়ে একটু খিদে মতো টের পেল গোপাল। পানও খাওয়ারই জিনিস। সে অবশ্য বিশেষ খায়নি কখনও | মুখপ্ুদ্ধি টুদ্ধির ব্যাপারও সে বোঝে না। পানটা সে যখনই খায় খাবার ভেবেই খায়। এখনও খাবারের মতোই হালুম হুলুম করে চিবোতে লাগলো | সামনে বেঞ্চ পাতা । নিমাই ঘোষ গা ছেড়ে বসলো | পাশে একটু ফাঁক রেখে বললো, বোস রে গোপাল। মস্ত সম্মান । গোপাল বসে গেল। কতগুলো জিনিস গোপালের কাছে খুব পরিষ্কার। তারমধ্যে একটা হলো, গবেট হলেও সে জানে যে, ছ্নিয়াটা চলছে লেনদেনের ওপর | পয়সা ফেল, সব পাবে | এই যেমন সে গতরে খাটে, তার বদলে খোরাকি আর জামা কাপড় পায়। কিন্তু নিমাই ঘোষের এই পান খাওয়ানোটা লেন- দেনের মধ্যে পড়ছে না। পানটার দাম বোধহয় কুড়ি পয়স| হবে। কম নয়। এ বাজারে কে মাগনা কুড়িটা পয়সা খসাতে চায় ? গোপালের সমস্যা! হলো, এই পানের পয়সাটা তার ঘাড়ে ভূতের মতো চেপে বসে থাকবে। পানটা গিলে ফেলে একরকম শান্তি হলো। বেশ পান। মিষ্টি, ঘাসমতো, একটু ঝাঝও আছে, এলাচদানা আর মশলার গন্ধটাও বেশ । সে জিব দিয়ে দাতের ফাকে পান-সুপুরির কুঁচি খুঁজতে লাগলো | নিমাই ঘোষ সিগারেট ধরিয়েছে। ata বলে বিড়ি সিগারেটের গন্ধ তেমন সইতে পারে না গোপাল । কিন্তু নিমাই ঘোষ বলে কথা | তার সিগারেটের গন্ধ বেশ ভালোই লাগে গোপালের | মিমাই ঘোষের গালে পানের {ofa | জর্দাটা বোধহয় লেগেছে, বার ছুই হেঁচকি তুললো। একবার পিক ফেললো | গালের টিবিটা অনেকক্ষণ থাকবে। নড়বে না, চড়বে না, এক জায়গায় থেকে যাবে। গোপালের পান কখন তল হয়ে CAE | ১৮১৬



Leave a Comment