রবীন্দ্র-রচনাবলী [খণ্ড-১৫] | Rabindra Rachanaabali [Vol. 15]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নিবেদন রবীন্দ্র-রচনাবলী 'অচলিত সংগ্রহ' দ্বিতীয় ae প্রকাশিত হইল। এই 'বর্জিত' গ্রন্থসমূহের পুনঃপ্রকাশ সম্বন্ধে রবীন্দ্রনাথের মত 'অচলিত সংগ্রহে'র প্রথম খণ্ডের পাঠকগণ অবগত আছেন। 'অচলিত সংগ্রহ' প্রথম খণ্ড প্রকাশিত হইলে তিনি আমাদের নিকট যে পত্র লিথিয়াছিলেন, fare তাহা মুদ্রিত হইল-_ 'আপনাদের কর্তৃক প্রকাশিত আমার অচলিত রচনার কিছু কিছু অংশ অপটু শরীরে পড়েছি। এই শ্রেণীর লেখা সম্বন্ধে আমার বিতৃষ্ণা পূর্বেই জানিয়েছি। এখন আর অধিক বলবার শক্তি নেই, কেবল একটা AGA কারণ আমার মনে আঘাত করেছে, সংক্ষেপে বলব, সে এই-- অকৃত্রিম কাচা রচনায় কোনো দোষ নেই, বরঞ্চ তা স্নেহহাস্যের CU | যেমন শিশুর কাচা হাতের ছবি সমালোচনা করবার সময় তার ফেটুকু স্বাভাবিক রমণীয়তা আছে, তা গুণীরা দেখতে পান। কিন্তু বন্ষ্যমাণ রচনাগুলির মধ্যে যা নির্লজ্জভাবে প্রকাশ পাচ্ছে, সে হচ্চে অকালে উদগত নকল কবিত্ব। বড়ো বয়সের যোগ্য বড়ো বড়ো কথা বলবার স্পর্ধা এই সব লেখার মধ্যে সর্বত্র অতাস্ত কাচা ভাষায় দেখা দিয়েছে৷ সেটাকে ছোটো লেখা বলে CRE করা যায় না, বড়ো লেখা বলে মাপও করা অসম্ভব হয়৷ এই সব ভর্সনাসহ-বর্জনীয় প্রগলভতা যখন দেখা যায় তখন বয়স গণনা করে তাকে কিছুমাত্র সমাদর করা যায় না। বেশি লেখবার শক্তি আমার নেই, কিন্তু এই রচনাগুলির প্রতি আমার বিমুখতার কারণ লিপিবদ্ধ করে আপনাকে জানানো কর্তব্য মনে করে কষ্ট স্বাকার করেও এই কটি পঙক্তি দূতহস্তে পাঠিয়ে দিলুম। 'একটা কেবল ATMA বিষয় শুধু ক্ষণে ক্ষণে মনে জেগে ওঠে-_ সেই যুগটাই নকলের যুগ। পূর্ববর্তী সাহিত্যের আবির্ভাব তখনো সে সম্পূর্ণ আপনার করে নিতে পারে নি। সে-যুগের ইংরেজ কবিদের মধ্যে যাদের রচনা গ্রহণ করবার শক্তি জেগেছিল , সেটা বাইরে থেকে বাঙ্গরূপেই প্রকাশ পেয়েছে। তখন আমাদের যারা প্রশংসা করেছেন তারা নকল শেলি বায়রন্রূপে আমাদের অভিহিত করে আমাদের গৌরব দান করেছেন। অর্থাৎ আমরা সে-সকল আহরিত সাহিত্যসম্পদ তখনো স্বকীয় করে নিতে পারি নি। সুতরাং আমাদের মধ্যে যদি উাদের প্রভাব অক্কম অনুকরণের পথে চালনা করে থাকে, তবে হয়তো সেই যুগের লজ্জার ভাগী আমরা সকলেই। যে-বয়সে এই যুগ স্বভাবত উপনীত হতে পারে নি, সেই বয়সকে ডিঙিয়ে যাবার চেষ্টা করেছে। 'তথন যে এ দেশের কচিসাহিত্যসমাজে কেবল বিদেশী কবির গৌপ-দাড়ির চর্চা চলেছিল তা নয়-- বালখিল্য গারিবল্ডির দলকেও Cre গতিতে সদর রাস্তায় কুচকাওয়াজ করিয়ে তরুণরা গৌরব বোধ করছিল। এবং তার মধ্যে মধ্যে নকল গ্যারিকের প্রতি হাততালি প্রতিধ্বনিত হয়ে উঠেছিল। ইতি কলিকাতা, ১৮ই্‌ কার্তিক্চ ১৩৪৭।'



Leave a Comment