মুর্তি | Murti

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ঘভাবিতপুর সন aba জেনারেট করিয়েছিল। ফলে সে Pea বাড়িতে অলক্ষ্ীরূপে চিহ্নিত হয়। তাকে প্রাণে না মেরে উঠোনের ওপারে ঘর তুলে রাখা হয়। কেন না পিসির ছুই Spas, নবীনের দুই জেঠিমা বলেছিল, wes Na ননদের নিশ্বাসে তাদের ছেলে- পিলে মরে যাবে। পিসি বসে খায় AL] বনবাদাড় থেকে এই আটাত্তর বছর বয়সেও সে ছঘালানীর কাঠকুটে। লতার বেঁধে টেনে আনে ও উঠোনের ও প্রান্তে রেখে দেয়। ননীমের মা অথবা বোন, পিলিকে মাসান্তে চাল-মুম-তেল ডাল দেয়, ণছরে OAM) কাপড়। নবীন Bee তাই জানে | AAT তাকে মাথার তেল, বা গায়ের গামছা, সংসার থেকে এনে দেয়। শত কাজের মধ্যেও সে পিসির খোজ নেয় ৷ তাতে বাড়ির সকলের প্রবল রাগ আছে । নবীনের মা ছেলের আড়ালে বলে, 'ডাইনি সংসারে ছাই ঢেলে এখন আমার ছেলেকে পর করছে ॥ ওদের ক্রোধটা Gal ইদানীং জাহির করতে স্থবিধে পাচ্ছে। নবণীনের সঙ্গে বাপের খিটিমিটির কারণে নবীন বাইরে-বাইরে ঘোরে বেশি ও আরেক শরিকের বাড়ি শোয়। ফলে চাল-ডাল পরিমাণে কমে ও অনিয়মিত হয় আজকাল ৷ পিসি কোন প্রতিবাদ করে না। বহুদন, বহুক।ল BAe ও, নিজের বিষয়ে অন্যদের আচার-আচরণের প্রতিবাদ করতে ভুলে গেছে । খিদের কষ্টকে মেনে নিয়েচে ক্রুণিক ও অমোঘ বাস্তবতা হিসেবে । বহুদিন আগে ও, সম্ভবত, মরে গেছে । জ্ঞান থেকেই তার মন পড়ে, বাড়িতে সে ছিল একদিকে অবাঞ্ছিত, অন্যদেকে প্রয়োজনীয় | মার বছর বছর সন্তান হতো, সংসার ছিল মস্ত বড়! এখন যে সদামন্দ, বউ ও ছোট ছেলেকে নিয়ে তার ওপর নীরব অত্যাচারগুলি চালায়, কি আশ্চর্য, সেই সদানন্দ যখন BUT তখন থেকে তারই কোলে মানুষ৷ মায়ের whos হয়েছিল | এখন ভাবতে গেলেও খুব অবাস্তব লাগে সব। সে কি এ বাড়ির কেউ? যদি অ|পনজন হবে, তবে ব্রাত্য কেন? যদি পর হবে,. 2 a



Leave a Comment