পুর্ব্ববঙ্গ গীতিকা [খণ্ড-৩] | Purbabanga Gitika [Vol. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
te/e পূর্ববঙ্গের ভাষায় বর্ণের দ্বিত্ববিধান আর একটি বিশেষত্ব; যথা, ‘eal’ স্থলে ‘wel’, 'শিকা' (শিকে )--শিক্কা' | আবার বহুস্থলে পূর্ববঙ্গের SU বলিবার রীতি পশ্চিমবঙ্গ হইতে ভিন্ন 'লাগা' শব্দটির ক্রিয়াপদের সহিত যুক্ত হওয়ার রীতি Yay প্রচুররূপে চোখে পড়ে; যথা, 'থাওন লাগে, 'যাওন লাগে, কর্বার লাগ্‌ছে”, “Arata লাগছে” । পশ্চিমবঙ্গে প্রথম দুইটি শব্দের স্থলে বলা হয়, “খেতে হয়, 'যেতে হয়” এবং পরবর্তী দুই স্থলে 'কচ্ছে', যাচ্ছে” ব্যবহার HS হয়। সম্ভবতঃ কয়েক শতাব্দী পূর্বের পশ্চিমবঙ্গেও ক্রিয়াপদের শেষে 'লাগা' কথাটি ব্যবহৃত হইত; ছেলে-ভুলানে৷ ছড়ায় আমর! ইহার অনেক উদাহরণ খুঁজিয়া পাই; যথা, “লোটন লোটন পায়রাগুলি নাচ্‌তে লেগেছে 1” কেবল ছড়ায় নহে, পশ্চিমের চলিত কথায়ও ইহার দৃষ্টান্ত বর্তমান । “সে SAS লেগে গেছে', “CA উঠে পড়ে লেগেছে' প্রভৃতি কথায়, 'লাগা' শব্দটি ঠিক পূর্ববঙ্গের বাবহারের মত না হইলেও ক্রিয়াপদের শেষে যুক্ত হইয়া ব্যবহৃত হইতে দেখা যায়। আবার পশ্চিমে 'লাগা' কথাটির একটি বিশেষে ব্যবহার আছে; ‘ass লেগেছে” কথায় 'লাগা” শব্দটি 'আঘাত' বা ব্যথা” বুঝায়। পুর্নববঙ্গায়েরা এ শব্দটি এ অর্থে ব্যবহার করেন না; তাহারা “ব্যথা লাগা”, “চোট লাগা” বলিতে পারেন, কিন্তু তাহাদের ভাষায় কেবল 'লাগা' শব্দের এরূপ অর্থ বুঝায় না। পূর্ববঙ্গের 'দেওয়া' ক্রিয়াপদটিরও বাবহার পশ্চিম হইতে ACH; পশ্চিমবঙ্গে এ স্থলে “ফেলা! ক্রিয়াপদটির ব্যবহার দেখা যায়। পূুর্নববঙ্গে বলে দিল', “হেসে দিল”, “কেঁদে ( কাইন্দ| ) দিল”, ইত্যাদি কথার রীতি পশ্চিমবঙ্গে সেইস্থানে “বলে ফেল্ল, “হেসে ফেল্ল, 'কেঁদে ফেল্ল', ইত্যাদি পাওয়া যায়। পশ্চিমবঙ্গের লোকেরা অনুষ্ঞা বুঝাইতে 'দেওয়!' ক্রিয়াটির কোনও প্রকার-ভেদ অন্য ক্রিয়ার শেষে afoul দেন; যথা, “ডেকে দে, 'ফেলে CH’, “ছেড়ে দে, কিন্তু পুর্নববঙ্গে এরূপ স্থলে শুধু ‘TI’, “TINT, ছাড়! ব্যবহৃত হয়। অবশ্য আজকাল উভয় দেশের লোকের মধ্যে অধিকতর মেলামেশার ফলে কথিত ভাষার অনেকট৷ পরিবর্তন ঘটিয়াছে। আমি qaqa পল্লীগ্রামের Stl হইতে উদাহরণ সংগ্রহ করিয়াছি;



Leave a Comment