বিদ্যাপতির পদাবলী | Bidyapatir Padabali

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
[২] এই সময়ে আমার বন্ধু Shae বিমানবিহারী মজুমদার এম্‌-এ, (ইতিহাস ও অর্থনীতি), পি-এইচ:ডি, আরা, এইচ. ডি, জৈন কলেজের অধ্যক্ষরপে নিযুক্ত হইয়া! যান। বিমানবিহারী বিদ্যাপতের কাব্যের অনুরাগী ১ তিনি বহুদিন Journal of the Behar Research Society, Patna University Journal, নাগরী প্রচারিণীপত্রিক৷ প্রভৃতিতে বিদ্ঞাপতি সম্বন্ধে বহু গব্ষণাপূর্ণ আলোচন! করিতেছিলেন। মৈথিলী ভাষার অনুশীলনে তাঁহার অমূল্য স্মযোগ ঘটিবে, 321 আমি নিশ্চিত জানিতাম। শ্রীযুক্ত শরৎকুমারের নিকট আমি প্রস্তাব করিলাম যে তৃতীয় সংস্করণ গ্রণয়ণে বিমানবিহারীর সহকারিতা একান্ত আবশ্যক , এ প্রস্তাবে তিনি সানন্দে সম্মতি দিলেন এবং বিমানবিহারী আমাদের আহ্বান সানন্দে গ্রহণ করিলেন। শ্রীমান্‌ বিমানবিহারী শুধু ভাষাবিদ্‌ নহেন, অর্থনীতি, ইতিহাম এবং রাষ্ট্রবিজ্ঞান avers তিনি প্রামাণিক পণ্ডিত্যের জন্য প্রতিষ্ঠা অর্জন করিয়াছেন । নিখিল ভার রাষ্ট্রবিজ্ঞান পরিষদের সভাপতি নির্বাচিত seal তিনি সম্প্রতি দেশে বিদেশে খাতিলাঙ করিয়াছেন। কিন্তু বিগ্ঞাপতের সম্পাদনা সম্পর্কে Atel Stata সর্বাপেক্ষ৷ যোগ্যত। বলিয়। আমি মনে করি, তাহ হইতেছে তাঁহার বৈষ্ণবশাস্ত্র ও কাব্যে প্রগাঢ় পাখ্ডিত্য ও অনুরাগ ৷ আমার alae আনন্দের বিষয় এই যে, তিনি শ্বপ্রসিদ্ধ কীঠতনগায়ক, মদীয় Peres ily অদ্বৈত দাস পণ্ডিত বাবাজি মহোদয়েণ দৌহিত্র ৷ আজ কয়েক বৎসর ধরিয়া Sata বিমানবিহারী বিদ্যাপতির পদ সংগ্রহে, পাঠোছদ্বারে, অর্থ- নিধধারণে অক্লান্ত পরিশ্রম করিয়াছেন । প্রাচীন পু থিগুলি হইতে বহু নূতন পদ সংগ্রহ faa তি এই সংস্করণকে সমৃদ্ধ করিয়াছেন | ইহার পদ নির্বাচন, earn সন্নিবেশ, পাগাম্র Gals, শণস্চ! প্রণয়ণ প্রভৃতি বিষয়ে যে কৃতিত্ব তাহার সমস্তই তাহার প্রাপ্য ৷ বিদ্যাপতির পদের যে এতিহাসিক প্রচ্ছন্ন পটভূমি আছে, তাহার পুথ্খান্নপু্খ wena ও বিশ্লেষণ করিয়| তিনি বহুমূল্যবান তথা সম্বলিত একটা ভূমিকা রচন। করিয়াছেন। ভূমিকায় বিপ্যাপতির কাল ও তাহার পদরচনার কালের উপর FSA আলোকপাত করা হইয়াছে। ইহাতে সন্ধানী ও বিশেধঃ পাঠকের অনেক সুবিধ। হইবে বলিয়া আমি আশ। করি। পদের ব্যাখা ও Matta GM ত্রাবধানত: আমিই দায়ী ১ এ বিষয়েও বিমানবিহারীর সাহায্যলাভ করিয়৷ আমি উপকৃত হইয়াছি। পরিশেষে বন্ধুবর SYS শরৎকুমারের অধ্যবসায় ও উৎসাহের জন্য তাহাকে অভিনন্দন জানাই | Hata বিমানবিহারীর soot কল্যাণীয়। শ্রীমতী মালবিকা চাকী এম্‌-এ, ও শ্রামতা মঞ্জুলিক৷ মজুমদার বি-এ, প্রাচীন পুঁথি নকল করায় ও প্রেসকপি তৈয়ারী করায় যথেষ্ট সাহায্য করিয়াছ্ধে । লীখগেন্দনাথ সিত্র।



Leave a Comment