For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)১২ উত্তরণ চাষের আয় থেকে সংসার চলে না ধম'দাসের, চলবার কথাও নয়,
তাই ঘরে একটা গরু রেখেছে সে । দুধ বিক্রী করে। “রোজ' আছে
দুটো ৷ থানায় এক পোয়া দিতে হয়, আর এক পোয়া দেয় সরকারী
একটি বাবু এসেছেন--বলক অফিসর না কি, তাকে । ভোরেই দিয়ে
আসতে হয়। এই কাজটিই ভৈরবীর | -_আর সংসারে কিছু কাজ নাই নাকি? মা বুড়ী গোবর দেক্,
গুয়াল ফেলুক, আর আহলাদী বিটি বসে বসে গান শুমুক | --বেশ বকতে হবেক নাই, চল কি করতে হবেক, বাবারে Atal |! উঠে চলে গেলো ভৈরবী | পিছনে পিছনে তার মাও চলে গেলো I নবীনের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজেই নিয়েছে
ভৈরবী | সকালে এক বালাত গোবর গুলে নিকিয়ে দিয়ে যায়।
প্রত্যহ গোবর al দিলে ধুলো জমে ওঠে | তারপর তার মা যখন পুকুরে
যায় তখন ঝট দিয়ে যায় ভৈরবী | আপত্তি করে নবীন । সেদিন বললো, তার চেয়ে বরং একট। AIT
দিয়ে যেও | -_আমাকে ca Bea দূর করবার তরে নাকি গো ঠাকুর! মুখ টিপে
হাসি গোপন করে বললো ভৈরবী | -_-ছিঃ ছিঃ ই কি কথা কইছ। ঘর ত হুমাদেরই, আমিই বরং-- -_থাক্ থাক্, গান গাওয়া! আর WIE দেওয়।, গোবর দেওয়া এক
কাজ লয়। যার গয়না তাকেই সাজে | __না বলছি, তুমার আবার ঘরের কাজ আছে তো ! -_তা থাক্, কিন্তু ঠাকুর, ই ঘর পরিঞ্কার করে রাখবার আক্কেল
তুমার নাই। এক মাস aly ঘরে ঝট al পড়ে তবে তুমি সেই aT
কাদার মধ্যেই থাকবে । বাপরে বাপ। কে “গৈড়া” (অলস ) মানুষ,
এমন ছুটি দেখি নাই । কাজ করতে করতেই বলে ভৈরবী | — Sata মতনই কি দেখেছে 7 একটুখানি হাসি তভৈরবীর ঠোটের প্রান্ত ছুয়ে মিলিয়ে গেল | হাতের কাজ সমাধা হলে বালতিটা তুলে নিয়ে ভৈরবী বললো, চলি হে ঠাকুর! -__ঘসই না একটু । বললো নবীন ।