মহাত্মা রাজা রামমোহন রায় [সংস্করণ-২] | Mahatma Raja Ram Mohun Roy [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
(৭) যায়। অনেকে বলেন, রামমোহন বিলাত গমন কালীন তাঁহার জনৈক বন্ধুর নিকট এই গল্পটী করিয়াছিলেন | - এই ঘটনার অল্প দিন পরে ফুলঠাক্রুণ সপুত্র পতিভবনে প্রত্যাবৃত্ত হইলেন এবং শাপাস্তের বিষয় স্বামীর নিকট আমূল বিবৃত করিলেন । রামকান্ত ও ফুলঠাক্রুণ উভয়েই এই সময় হইতে বালক রামমোহনের ধর্মনীতি সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখি- তেন । রামমোহন এই সময় পূর্বতন প্রথান্সারে গ্রামস্থ পাঠ- শালায় আরবী, পারসী ও বাঙ্গাল worl শিখিতে আরম্ভ করেন। উত্তরকালে যিনি যেরূপ পদবীর উপযুক্ত হন, শৈশবাবস্থায় ও অনেক স্থলে তাহার প্রচুর প্রমাণ পাওয়া যায়। Batra নেপোলিয়ন, নেল্সন প্রভৃতি taiwan আপন আপন পদবীর বাল্যকালে বিশেষ পরিচয় প্রদান করেন । রামমোহনও শৈশ- বাবস্থায় আপন মহত্তবের অনেক পরিচয় দিয়া ছিলেন । কাধ্যা- Raila তদীয় জ্যেষ্ঠ ভ্রাতা জগন্মোহন রায় কৃষ্ণনগর হইতে প্রায়ই স্থানান্তরে থাকিতেন। রামমোহনের লেখাপড়ায় প্রগাঢ় যত্ন ও অনুরাগ দেখিয়া তিনি তাঁহাকে আপন সন্নিধানে লইয়া aft) তৎকালে রামমোহনের বয়ঃক্রম পাঁচ বৎসর মাত্র । তাল লেখাপড়া পাইবেন, এই আশায় তিনি এরূপ অল্প বয়সে অবাধে মাতৃসন্নলিধান পরিত্যাগ করিয়। ভ্রাতার oat হই- লেন । এ বয়সেও মমতা তাহার নিকট হার মানিল । সেস্থানে একদা বাল্যস্বভাব-স্থলভ গোসা করিয় তিনি ছুগ্ধপানে বিরত হন। সকলেই অনেক সাধ্যসাধনা করিল কিন্তু তিনি কাহারও কথা গুনিলেন না। পরিশেষে জগন্মোহন আসিয়া! তাহাকে যখন



Leave a Comment