জীবনী কোষ [খণ্ড-২] | Jeebanee-Kosh [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
জীবনী-কোষ--তারতীয়-__পৌরাণিক | এই দান গ্রহণের ফলে সোমবান্‌ He afer crm তখন তাঁহার নাম হইল সামবতী । ATTAS পুত্রের কন্কারূপ প্রাপ্তিতে অতিমাত্র দুঃখিত হইয়া মংর্ধি ভরদ্বাজের উপদেশে মহাদেবের শরণাপন্ন হই- লেন। মহাদেবের বরে তিনি অঙ্ক পুত্র লাভ করিলেন বটে কিন্ত সোমবান্‌ আর পুরুষ হইতে পারি. লেন না। তখন তিনি সেই কন্ঠ সামবতীকে, বেদমিত্রের পুত্র স্থমে- ধার সহিত পরিণয় হুত্রে আবদ্ধ করিলেন। স্কন্দ-ব্রম্ম-উত্ত-৯। বেদমন্ত্র--স্কন্দ দেবসেনাপতি পদে TS হইলে উৎক্রাথনী (তীর্থ) তাহার সাহায্যার্থ বেদমন্ত্রাকে প্রদান করেন । TWF | বেদশশ্মা--(: ) কোৌশিককুলজাত জনৈক ব্রাহ্মণের পিতা। rae -১৪। (২) জনৈক অতি afm য়ান্তিত ব্রাহ্মণ নানা Sle পর্য্যটন করিয়াও atl হইতে মুক্তিলাভ করিতে aati পরিশেষে এক সিদ্ধের উপদেশে কাশীতে অমা- সংযোগপর্বে গঙ্গামান করিয়া পাপ- মুক্ত হন। পদ্প-ভূমি-৯১। বেদশিরা--(১) পঞ্চম ( রৈবত ) awaca তিনি সপ্তষিদ্বের অন্যতম ছিলেন 1 হরি-হরি-৭। ভাগ-৮স্ক -€ । উর্ষবাহু ও রৈবত মন দেখ। [ ১০৯৫ (২) মার্কণেয় faa পুত্র ব্দেশিরা। MF er) Bree, (৩) যুগে যুগে অনেক শিবাবতার যোগাচাধ্য FAA করেন। বৈবদ্বত মন্বস্তরে বরাহকল্পে এইরূপ আটাশ জন gists অবতীর্ণ ei তাঁহাদের মধ্যে বেদশিরা৷ অন্যতম ছিলেন। এই সমুদয় ধযোগাচারধ্যদের প্রত্যে- কেরই চারিটি করিয়৷ শিষ্য ছিল | বেদশিরার শষ্যগণের নাম--কুণি, afiate, কুশরীর ও কুণে- ত্রক। শিব-বায়-উ-১০। বেদব্যাস দেখ ৷ (৪) বরাহকল্লের পঞ্চদশ দ্াপরে আরুণি ate যখন ব্যাসরূপে অবতীর্ণ হন, তখন মহাদেব বেদশিরা নামে অবতীর্ণ হন। তখন তাঁহার জন্মভূমির মধ্যে বেদশিরা নামক মহাবীর্্যধর পারমেশ্বর অস্ত্র এবং হিমালয় পৃষ্ঠে সরস্বতী সমীপে বেদশীর্যষ নামক পর্বতও উদ্ভুত হয়। সেই সময়ে মহাদেবের কুণি, কুণিবাহু, কুশরীর ও Bay নামে sales, উর্ধরেতা চারি পুত্র জন্মগ্রহণ করে। ব্রম্মা-২৩। বায়ু:২৩। বেদব্যাস (২২) দেখ । (৫) মার্কণেয়ের পুত্র বেদশিরার পত্নীর নাম Maa HANA গর্ভে যে সমুদয় বেদপারগ খঁযি জন্মগ্রহণ করেন, তাঁহারা মার্কণেয় নামে খ্যাতিলাত করেন। বায়ু:২৮। ত্রম্মা-২৯। (৬) স্বায়-



Leave a Comment