বিদ্যাসাগর রচনা সংগ্রহ [খণ্ড-৩] | Vidyasagar Rachana Sangraha [Vol. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
বেঢানগঞ্চবিংশরটি বিজ্ঞাপন কালেজ অব্‌ ফোর্ট উইলিয়ম নামক বিদ্যালয়ে, তত্রত্য ছাত্রগণের পাঠার্থে, বাঙ্গালা ভাষায় হিতোপদেশ নামে যে পুস্তক নির্দিষ্ট ছিল, তাহার রচনা অতি কদধ্য ৷ বিশেষতঃ, কোনও কোনও অংশ এরুপ দুরূহ ও অসংলগ্ন যে কোনও Hey অর্থবোধ ও তাংপ্য্যগ্রহ sea উঠে না। তৎপরিবর্তে পুস্তকান্তর প্রচলিত কর উচিত ও আবশ্যক বিবেচনা করিয়া, te বিদ্যালয়ের অধ্যক্ষ মহামতি শ্রীযুত মেজর জি. টি. মার্শল মহোদয় কোনও নূতন পুস্তক প্রস্তুত করিতে আদেশ দেন। তদনুসারে আমি, বৈতালপচীসীনামক প্রসিদ্ধ হিন্দী পুস্তক অবলম্বন করিয়া, এই গ্রন্থ লিখিয়াছিলাম ৷ যংকালে প্রথম প্রচারিত হয়, আমার এমন আশ! ছিল না, বেতালপঞ্চবিংশতি wT পরিগৃহীত হইবেক ৷ কিন্তু, সৌভাগ্যক্রমে, বাঙ্গালা ভাষার অনুশীলনকাঁরী ব্যক্তি- মাত্রেই আদরপূর্বক 284 করিয়াছেন, এবং এতঙ্দেশীয় প্রায় সমুদয় বিদ্যালয়েই প্রচলিত হইয়াছে । ফলতঃ, দুই বংসরের অনধিক কাল মধ্যেই প্রথম মুদ্রিত সমস্ত পুস্তক নিঃশেষ রূপে পর্যবসিত হয়। প্রায় AIH অভিক্রান্ত হইল, পুস্তকের অসত্তাব ইইয়াছে। কিন্তু, কোনও কোনও কারণবশতঃ, আমি পুনর্মুদ্রাকরণে এ tie পরাত্মুখ fants পরিশেষে, গ্রাহক- মণ্ডলীর আগ্রহাতিশয় দর্শনে, দ্বিতায় বার মুদ্রিত ও প্রচারিত করিলাম। যে যে স্থান কোনও অংশে অপরিশুদ্ধ ছিল, পরিশোধিত হইয়াছে, এবং অশ্লীল পদ, বাক্য, ও উপাখ্যানভাগ পরিত্যক্ত হইয়াছে। এক্ষণে বেতালপঞ্চবিংশতি পুর্বববৎ সর্ববস্ধ পরিগৃহীত হইলে শ্রম সফল বোধ করিব। । কলিকাতা। পলীঈশ্বরচন্দা =o ১০ই ফাল্গুন। সংবং ১৯০৬। দশম সংস্করণের বিজ্ঞাপন বেতালপঞ্চবিংশতি দশম বার প্রচারিত হইল। এই yas, এত দিন, বাঙ্গালা ভাষার প্রণালী অনুসারে, মুদ্রিত হইয়াছিল ; Yar, ইঙ্গরেজী পুস্তকে যে সকল বিরামচিহ্ন ব্যবহৃত হইয়া থাকে, পূর্বব পূর্বব সংস্করণে সে সমুদয় পরিগুহীত হয় নাই। এই সংস্করণে মে সমস্ত মম্নিবেশিত হইল।



Leave a Comment