বাংলা প্রাইমার সংগ্ৰহ (১৮১৬-১৮৫৫) | Bangla Primer Sangraha (1816-1855)

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১৬ ॥ বাংলা প্রাইমার সংগ্রহ ৩২টি, দ্বিতীয় পাঠ-এর ২৩টি, তৃতীয় পাঠ-এর ২২টি সংস্করণ প্রকাশিত হয়। প্রথম পাঠ-এর প্রত্যেক সংস্করণ ১০০০০ কপি এবং বাকি দুটি পাঠের wooo করে কপি ছাপা aw! সাতকড়ি দত্তের এই তিনটি বইয়ের মুদ্রাকরের সংখ্যা অনেক । ১৮৬৯ পর্যন্ত এই তিন 'পাঠ' ছাপতেন স্ট্যানহোপ প্লেস। তারপর জি. পি. রায় are কোং, fees প্রেস, হেয়ার প্রেস, গিরিশ বিদ্যারত্ন প্রেস, জি. সি. বসু UTS কোং প্রভৃতি। এমনকি সংস্কৃত প্রেস, সাধারণ ব্রাহ্মসমাজ প্রেস থেকেও এই তিনটি ভাগ ছাপা হয়েছে। বোঝা যায়, জনপ্রিয়তায় বইটি বেশ কয়েক কদম এগিয়ে ছিল। প্রসঙ্গত, এই সাতকড়ি দত্ত রবীন্দ্রনাথের শিক্ষক ১৮৬৬--১৮৭০-এই পাঁচ বছরের মধ্যে প্রকাশিত প্রাইমারের মধ্যে উল্লেখ করা যেতে পারে গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বর্ণশিক্ষা -১/২ ১৮৬৭, FSR প্রেস), রামগতি ন্যায়রত্নের foods ১৮৬৮, বুধোদয় প্রেস), মথুরানাথ SATE বর্ণবোধ ১৮৬৯, প্রাকৃত প্লেস), মহ. QRH জ্ঞানশিক্ষা ১৮৬৯, সুলভ প্রেস), হারানচন্দ্র রাহার বর্ণবিজ্ঞান ১ম ও ২য় ১৮৭০, সাপ্তাহিক সংবাদ প্রেস) বইগুলির কথা। এছাড়া হীরালাল মুখোপাধ্যায় ৩ ভাগে লিখেছেন THOTT | ১ম ভাগ বণ্ণপরীক্ষা কিছুটা জনপ্রিয়তা পেয়েছিল। অন্যান্য লেখকদের মধ্যে আছেন শশিভূষণ চট্টোপাধ্যায় (শিশুপাঠ, চন্দ্রমোহন চট্টোপাধ্যায় (শিশুরঞ্জিক, সুলভ প্রেস), অমরনাথ সরকার (শিশুপাঠ-১, সাপ্তাহিক সংবাদ প্রেস), ভূবনমোহন ভট্টাচার্য (TR, জে. জি. চ্যাটার্জিস্‌ প্রেস) ইত্যাদি। ১৮৭১-১৮৭৫, এই পাঁচ বছরে প্রায় ৫ofta মতো প্রাইমার প্রকাশিত হয়েছে, পুনর্মুদ্রিত হয়েছে গোটা ২৫টি। বাংলা দেশের প্রত্যন্ত Byres তখন স্কুল প্রতিষ্ঠিত হয়ে চলেছে। ছাত্র- ছাত্রী সংখ্যায় বাড়ছে। এক শেণীর লেখক ব্যাবসা করার সুযোগে প্রাইমার লেখার কাজে নেমে পড়লেন। তাঁদের বইগুলি অবশ্য দুটি একটি সংস্করণের বেশি ছাপা হুয়নি। তাঁরা কেউ কেউ মদনমোহন, কেউ-বা বিদ্যাসাগরের পদাঙ্ক অনুসরণকারী । আবার কোনো লেখক মধ্যপন্থী। কিছুটা মদনমোহন, কিছুটা বিদ্যাসাগর থেকে নিয়ে বই বের করে ফেললেন। যেমন, রাখালচন্দর চক্রবর্তী (নববণপরিচয়-১, ২) ও মদনমোহন সরকার (বালকশিক্ষা-১) স্বীকার করে নিয়েছেন, তাঁরা বিদ্যাসাগর-প্রদর্শিত পথেই অগ্রসর হয়েছেন। তবে রাখালচন্দ্র বিদ্যাসাগরের মতো শুধু শব্দ দিয়ে উদাহরণ দেননি, বাক্য-সহ উদাহরণও রেখেছেন। তবে রাখালচন্দ্র বিদ্যাসাগরের থেকে বেশি উদাহরণ দিয়েছেন। এ বিষয়ে apa) মদনমোহন তর্কালঙ্কারের জামাতা যোগেল্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (anes) | তিনি শিক্ষাসোপান-১ ace পরিষ্কারভাবে লিখেছেন-__শব্দ- লালিত্যে, শব্দযোজনার কবিত্বে, ও রচনার TEC শিশুশিক্ষাত্রয় অতুলনীয় । কিছু নিরবচ্ছিন্ন মাধুর্য ও Pash লালিত্যবশতঃ... শিক্ষার ব্যাঘাত ঘটিয়ে থাকে... | সেই অসুবিধা নিরাকরণমানসে jam পণ্ডিতবর Se ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়... তর্কালঙ্কারের অতিমাধুর্য্য ও অতিলালিত্যদোষ পরিহার করিতে গিয়া তিনি তদীয় পুস্তকদ্বয়কে Siew নিরস (?) করিয়া তুলিয়াছেন L.. স্বতন্ত্রভাবে দুয়েরই অসুবিধা উপলব্ধি করিয়াছিলাম,... এই উভয় দোষ পরিহারপূর্ব্বক উভয়ের গুণ একত্র করিয়া, সরসে-নিরসে মিশাইয়া 'শিক্ষাসোপানাবলী' বিরচিত করিয়াছি সাধারণত প্রাইমারগুলি হত ১০ থেকে ৫০ পৃষ্ঠার মধ্যে । কোনো কোনো লেখকের বই এ সময়ে দেখা গেল বেশ পৃথুলাকারে। যেমন, ধীরালাল মুখোপাধ্যায়ের বর্ণপরীক্ষা (১৮৭৩, বিভ্য়রাজ প্রেস, ১০০ পৃ), ক্ষেত্রনাথ ভট্টাচার্যের নবশিশুবোধ (১৮৭৪, জে, জি. চ্যাটার্জি স প্রেস, ১২৪ %), বৈকৃষ্ঠনাথ সেনের দ্বিতীয় পাঠ (১৮৭৪, ইস্টবেঙাল প্রেস, ১১৩ পৃ.), গোপালচন্দর বন্দ্যোপাধ্যায়ের পাঠশালার পাঠাপুরকক (১৮৭৪, SN প্রেস, ২৫০ পৃ.), বৈকুষ্ঠনাথ গোস্বামীর



Leave a Comment