তারকনাথ গঙ্গোপাধ্যায় রচিত স্বর্ণলতা [সংস্করণ-১] | Taraknath Gangyopadhyay Rachita Svarnalata [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
[ ১৬] বোন আত্মীয়ম্বজন নিয়ে যে স্পেহম্থনিবিড় নীড় গড়ে ওঠে তার মধ্যে স্থায়িত্ব থাকত। কিন্তু অর্থনৈতিক চাপে এ ব্যবস্থা ভেঙে যায়। তারকনাথ উনবিংশ শতাব্দীর এই পরিবর্তন লক্ষ্য করেছেন। একথা ঠিক তারকনাথ শশিভূষণ-বিধুভূষণের সংসারের ভাঙনের যে চিত্র উপস্থিত করেছেন তাতে গভীরতর জীবনজিজ্ঞাসার পরিচয় নেই। অর্থনৈতিক চাপ যখন কঠিন হয়ে দেখা দেয় তখনই পরিবর্তন ater স্বর্ণলতা উপন্যাসে নে গুরুতর চাপের বর্ণনা মেই। তবে তারকনাথ শশিভূষণ-বিধুভ্ষুণের সংসারের বিপযয়ের যে বর্ণনা দিয়েছেন তাও অবেশ্বাস্ত নয় বরং প্রচলিত নিয়মে এভাবেও ভাঙন আসে। একান্নবর্তী যৌথপরিবারর পারিবারিক সম্পর্কের মধ্যে অন্য পরিবার থেকে যে বধূ বিবাহিত হয়ে আসে তার স্থান নির্দিষ্ট হয় কতকটা সেই পরিবারের সহাহভূুতি ও মমতার উপর, কতকটা নির্ভর করে নববধূর উদারতার উপর। প্রমদ৷ ও সরলা এই দুই জায়ের মধ্যে নৈকট্য থাকত যদি «fread ও বিধুভূষণ আয়ের দিক দিয়ে সমান হত। কিন্ত একদিকে শশিভূষণের অর্থপ্রাপ্তি এবং বিধুভূষণের অর্থের অভাব প্রমদ৷ ও সরলার জীবনে পরিবর্তন নিয়ে আসে। প্রম্দা স্বাচ্ছন্দ্য চায়, WX চায়। সে নিজের জগতে সম্্রান্জী হতে চায়। কিন্তু অন্তরায় সরলা-গোপাল- বিধুভূষণ। aa পৃথক হবার জন্য ব্যাকুল হল। ATH পশ্চাতে প্রম্দার মাতারও খানিকটা পরামর্শ fer) wears তারকনাথ নারীর দুই আদর্শ স্থাপন করেছেন। এক জন কষ্টসহিষ্ণু, দারিদ্র্যপীড়িত? আর একজন অর্থগবিত, স্বার্থপর। বাঙালীর জীবনের এই চিরপরিচিত ছবি স্বর্ণলত। উপন্তাসে দীপ্যমান। চরিত্রগুলি Flat তাতে সন্দেহ মেই। কিন্তু কোথাও সত্যের ব্যত্যয় নেই। এখানেই তারকনাথের জীবননিষ্ঠার পরিচয়। বিধুভূষণের প্রথম জীবনের খামখেয়ালিপন। সরলার দারিত্র্যের মধ্যে আরও অশান্তি নিয়ে আসে। বিধুভূষণের উদ্ঠযমের অভাব এবং পারিবারিক বিপধয়ের প্রতি অমনস্কতা সরলার জীবনে নিদারুণ হয়ে ওঠে। পরে বিধুভূষণ যখন কৃষ্ণনগর ছেড়ে অর্থসংগ্রহের আশায় কলকাতায় এসে উপস্থিত হয় তথনও সরলা! নীরবে দারিত্যাকে বরণ করে নেয়। বাঙালীর ঘরোয়া জীবনের মধ্যে যে কারুণ্যের চিত্র প্রচ্ছন্ন আছে তারকনাথ সরলাকে তারই প্রতিনিধি করে একেছেন ৷ বাঙালীর সাহিত্যে যে কারুণ্যের প্রবাহ তার আদি যুগ থেকে চলে আসছে তারকনাথও তার মধ্যে জীবনের



Leave a Comment