মহাযুদ্ধের ঘোড়া [পর্ব-২] | Mahajuddher Ghora [Parbo. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
পারমিতা! চারপাশের লোকজনের দিকে তাকিয়ে মধুর একটু হাসলেন | তারপর একটি যুবককে ডাকলেন, প্রবীর-” ভিড়ের ভেতর থেকে প্রায় উর্ধ্বশ্বাসে চবিবশ পঁচিশ বছরের পাতল1 ধারালে] চেহারার একটি যুবক কাছে এসে দাড়াল। মুখচোখ দেখে মনে হল পারমিতা তাকে ডাকতে হাতের ভেতর স্বর্গ পেয়েছে। প্রায় দম বন্ধ করে পারমিতার দিকে তাকিয়ে সে পা ফেলতে লাগল | পারমিত| এবার বললেন, 'টি-ভি আর কনমস্থ্যলেটের লোকেরা এসে গেছেন দেখছি ॥ প্রবীর বলল, ‘Airs হ্যা ম্যাডাম “কোন্‌ কোন্‌ BAYA লোক এসেছেন 1 'ওয়েস্ট জার্মান, আমেরিকান আর ফ্রেঞ্চ কনস্থ্যলেটের ।” জার্মান জার্নালিস্ট মিস্টার গান্টারম্যান-এর আসার কথা] ছিল। এসেছেন 1' “এসেছেন | টি-ভি, নিউজ পেপার, কনস্্যুলার কোর - দেখা যাচ্ছে সব দিক থেকেই দুর্দান্ত ব্যবস্থা করা হয়েছে। পারমিতা এবার জিষ্ঞেস করলেন, ‘Gai কোথায় ? প্রবীর বলল, 'স্কুলে বসিয়েছি ।” পারমিতা আর প্রশ্ন করলেন না। বস্তির কাছে আসতেই ঢোকার মুখে লাল শালুর একটা তোরণ দেখা গেল | তোরণটার মাথায় সাদা অক্ষরে লেখা আছে “স্বাগতম” | তোরণের পর বস্তিটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা স্বদৃশ্য টিনের সাইন বোর্ডে তিনটে ভাগ করে ইংরেজি, বাঙলা এবং হিন্দীতে লেখা আছে : নবজীবন প্রকল্প মহাপরিচালিকা s পারমিতা চট্টোপাধ্যায় বেলেঘাটা : কলিকাতা ১৯



Leave a Comment