উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা | Unish Shatake Bangali Musalmaner Chinta O Chetanar Dhara

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
পটভুূমিকা ৩ জালালউদ্দীন ১৪১৮-৩২) এবং সোলায়মান কবরানির সেনাপতি কালাপাহাড় (১৫৬৫- ৮৩) তববারি প্রয়োগ করেছিলেন।৫ এদিকে শাসকগোষ্ঠীর সঙ্গে সামরিক ব্যক্তি, প্রশাসনিক কর্মচারী, ব্যবসাদার, শিক্ষাবিদ ও আরও অনেক ভাগ্যান্বেষীর দল এসেছিলেন। কেন্দ্রের রাষ্ট্রবিপুবের ফলে অনেকে বিতাড়িত হয়ে ভারতের পূর্বপ্রান্ত বাংলায় আশ্রয়প্রার্থী হযেছিলেন। রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বে দিল্লীতে অনেকবার রাষ্ট্রবিপুব হয়েছে। শেষের দিকে WAS, অমেঠি, নাদিব শাহ, আহমদ শাহ আবদালির আক্রমণ ও AVIA ফলে দিল্লীব নাগরিক জীবন বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়। জীবন ও সম্পত্তির নিরাপত্তার কারণে লোকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ত। এদের একটি স্রোত বাংলাদেশে প্রবাহিত হয়েছে। পরে শান্তি স্থাপিত হলেও তাদেব অনেকেই আব ফিরে UWA | তারা বসতি গড়ে তোলেন এবং স্থানীয় নাবী-পুকষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। শাসক, সৈনিক, বণিক, ধর্মপ্রচারক প্রভৃতি বহিবাগত মুসলমান, ধর্মান্তরিত স্থানীয় জনসাধাবণ এবং বৈবাহিকসূত্রে জাত মিশু বক্ত-ধাবার মানুষ--এই ত্রিবিধ পদ্ধতিতে বাংলায় মুসলমান সমাজের সৃজন, গঠন ও বর্ধনেব কাজ সারা মধ্যযুগ ধরে চলেছিল। সুতরাং বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচাব এবং মুসলমান সমাজেব পত্তন কোন আকস্মিক ঘটনা নয়, দীর্ঘকালেব এঁতিহাসিক ও সামাজিক প্রক্রিযাব দ্বাবাই বাঙালি মুসলমানের গঠন ও বিকাশের কাজ সম্পন্ন হযেছে। মধ্যযুগে লোকগণনার কোন রীতি ছিল না। সুতরাং কোন Ga মুসলমান কি হাবে বৃদ্ধি পেযেছে তা আর নির্ণয় করাব উপায নেই। মুসলমান আমলে এদেশ সম্বন্ধে যেসব ইতিহাস বচিত হযেছে, সেসব ইতিহাসে প্রধানত রাজবংশের উত্থান-পতনেব কাহিনী প্রাধান্য TS কবেছে, জনসাধাবণের কথা প্রায়ই স্থান পায়নি। বিটিশের শাসন-আমলে ইংবেজ বাজকর্মচারী এবং পণ্ডিতগণ শাসনকার্য পবিচালনাব জন্য ANTS, JOY, ভাষাতত্ত্ব প্রভৃতি বিজ্ঞানভিত্তিক জ্ঞানের আলোকে বাংলার বিভিন্ন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনাব সূত্রপাত কবেন। তাদেরই প্রচেষ্টায় ১৮৭২ সালে প্রথম “আদম শুমাবী' অনুষ্ঠিত হয। ১৮৮১ সালে দ্বিতীয, ১৮৯১ সালে তৃতীয় ইত্যাদ দশ বছব অন্তর অন্তব বাংলাব ৩,৫৭,৬৯,৭৩৫ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ১৭,৬০৯,১৩৫ এবং হিন্দুর HAT ১৮,২০০,৪৩৮। বাক অন্য সম্প্রদাযেব লোক। শতকরা হিসাবে হিন্দু-মুসলমানের হার যথাক্রমে ৫০.১/ এবং 8৮.৮/।৬ ১৮৮১ সালের বিপোর্ট অনুযায়ী মোট ৩৫,৬০৭,৬২৮ জনের মধ্যে মুসলমান ১৭,১৮৬৩,৪১১ (৫০.১৬/) ও ey ১৬,৩৭০,৯৬৬ (8b 8e7%) {4 ৫ কালাপাহাড বাংলার স্বাধীন সুলতান সোলাযমান কববানির (১৫৬৫-৭২) সেনাপতি ছিলেন। তিনি উডিয্যা আক্রমণ কবে দখল কবেন এবং পুবীব জগন্নাথ wha ধ্বংস কবেন। তাব পূর্বনাম ছিল TEE গণেশ পুত্র সুলতান জালালউদ্দীনেব পূর্বনাম ছিল যদু। জালালউদ্দীন ও কালাপাহাড Gorm ধমাত্তব গ্রহণ BEIT | Jadunath Sarkar (edited)--History of Bengal Vol Il, University of Dacca, Dacca, 1972, pp 183-84. 202 (2nd ed ) © Report on the Sensus of Bengal, 1872, Calcutta, 1872, pp AXXI-XXATT (General statement [B) Vo Report on the Sensus of Bengal, 1881. Calcutta, 1883, p. 74.



Leave a Comment