For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)দুলালবাবু মানপত্র পড়লেন £ হে যশস্বী কৃতী সুধী সংস্কারমুক্ত প্রগত প্রজ্ঞাযুক্ত
সৌভাগ্যবান ষাট বৎসরের AIM ধন্য আপনার জীবনের উদ্দেশে সম্মান নিবেদন করিয়া
আমরা নিজেকে ধন্য মনে করিতেছি। হরিনাথ বলেন s আপনারা আমাকে যে সম্মান দিলেন, তাতে আমি খুবই খুশি হয়েছি।
আমি একজন সুখী মানুষ। কোন দেবতা যদি থাকেন, আর তিনি এসে আমাকে বলেন, কী
চাও £ তবে আমি বলবো, কিছু চাই না। আমি সবই পেয়েছি। আমার সবই আছে। সেকেলে
বিশ্বাসের কোন বোঝা আমার মাথার উপর নেই। তাই চলতে গিয়ে আমাকে কখনও ভেঙে
পড়তে হয়নি, কখনও ভেঙে পড়বো না। গর্ব করি না, তবে অনুভব করি, আমি একটি সরল
সহজ ও পরিচ্ছন্ন জীবনের মানুষ হতে পেরেছি। ধন্যবাদ। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র ব্যস্ত হয়ে ঘরের বাইরে এসে ডাক দিলেন হরিনাথ-চলুন
দুলালবাবু, একটু বেড়িয়ে আসি। দুলালবাবু-চলুন স্যার, সুগন্ধটা খুব বেশি কড়া। বোধহয় আপনার বেশ অসহ্য বোধ
হয়েছে। হরিনাথ হাসতে চেষ্টা করেন।-তার চেয়ে বেশি অসহ্য বোধ হয়েছে, আপনাদের
ভুবনবাবুর ওই অদ্ভুত এক লাইনের সংস্কৃত। ভদ্রতার রকমটা তো দেখলেন। নিজে না এসে
চিঠি পাঠালেন-এ শুধু আমাকে তুচ্ছ করে একটা খোঁচা দেওয়া। দুলালবাবু-আসলে এটা কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। হরিনাথ--যা-ই বলুন, এটা একটা স্পর্ধা নয় কি? দুলালবাবু_তা বটে। হরিনাথ-স্পর্ধাটার একটু শিক্ষা পাওয়া উচিত নয় কি? দুলালবাবু-খুব উচিত। গাড়ি চলতে থাকে। হরিনাথ বলেন-আমি ভাবছি, এই মিথ্যে স্পর্ধা যেদিন ভেঙে গিয়ে,
মাথা নীচু করে আর কীচুমাচু হয়ে আপনাদের ভুবনবাবু আমার কাছে এসে সিমপ্যাথি
চাইবেন, সেদিন আমিই বা কী বলে সান্তনা দেব? দুলালবাবু- শুনেছি, ছোট ছেলে অজিত নাকি বেশ ভাল একটা চাকরি পেয়েছে। -কিসের চাকরি? -রেলওয়ের অফিসার। -কী রকমের অফিসার? -_সেটা ঠিক বলতে পারছি না। শুনেছি, মাইনেটা শুরুতেই ছ'-সাতশো টাকা। কী যেন
একটা পরীক্ষাতে, খুব কঠিন কমপিটিটিভ একটা পরীক্ষাতে ফার্স্ট হয়েছিল অজিত। -_ভাল কথা। তবে, দেখা যাক্। -কী বললেন? -_শেষ পর্যন্ত দেখা যাক। আমি কারও অশুভ কামনা করছি না, দুলালবাবু। কিন্তু
ভুবনবাবুর এরকম একটা অদ্ভুত আদ্যিকেলে চরিত্রের একটা স্বাভাবিক পরিণাম তো আছে। -ঠিক কথা। FRSA করবার কোন সম্বল নেই। তবু অহংকার করবেন। একালের মানুষ হয়ে,
সেকালের মধ্যে বসে থাকবেন। বাড়িটাকে যত রকমের যুক্তিহীন সংস্কার আর বিশ্বাসের
ডিপো করে নিয়ে মনে করবেন, খুব চমৎকার একটা জীবন যাপন করছেন। কী ভেবেছেন
উনি, জীবনটা একটা ম্যাজিক! -_যেতে দিন, যেতে দিন। আপনার মত মানুষের পক্ষে ভুবনবাবুর ভাল-মন্দ নিয়ে এত
চিন্তা করবার কোন দরকার নেই। ১৮