সমাজ বিপ্লবে সংস্কৃতির প্রশ্ন ও ভারতীয় সমাজ [সংস্করন-১] | Samaj Biplabe Sanskritir Prasna O Bharatiya Samaj [Ed. 1st]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
8 nate বিপ্লবে সংস্কৃতির প্রশ্ন ও ভারতীয় সমাজ রাজনীতিগত উপরি-কাঠামে! ; এই বনিয়াদের সঙ্গে সঙ্গতি রেখেই সমাজ- চেতনার বিশেষ রূপগুলি আকার নেয় । সামাজিক, রাজনৈতিক ও মানসিক জীবন প্রক্রিয়াগুলি সাধারণভাবে নিয়ন্ত্রিত হয় বৈষয়িক জীবনের উংপাদন পদ্ধতির atti মানুষের চেতনা তাদের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে না, বরং অস্তিত্বই তাদের চেতনাকে নিয়ন্ত্রণ করে ।* উৎপাদন-সম্পর্কসমূহ উৎংপাদন-শক্তিসমূহের শৃঙ্খলে রূপাস্তরিত হওয়ায় ফলে শুরু হয় এক সমাজ বিপ্লবের যুগ | অর্থনৈতিক বনিয়াদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমগ্র Afar উপরিসোৌধটি কম বেশী দ্রুতগতিতে রূপান্তরিত হয়। “এই সব রূপান্তরের পর্যালোচনাকালে দুটি বিষয়ের মধ্যে সর্বদাই পার্থক্য করতে হবে; উৎপাদনের অর্থনৈতিক 'অবস্থাগুলির বৈষয়িক রূপসমূহই--পকৃতি বিজ্ঞানের মতই যথাযথভাবে যা নির্ণয় করা সম্ভব, এবং আইন, রাজনীতি, ধর্ম, নন্দন a} দর্শনগত, সংক্ষেপে ভাবাদর্শগত রূপসমূহ--যার মধ্য থেকে মানুষ এই সংঘাত সম্পর্কে ACSA হয় এবং সংগ্রামের মাধ্যমে সেই সংঘাতের সমাধান করে vv ধনতান্ত্রিক সমাজের গর্ভে যে উংপাদন-শক্তিসমূহের বিকাশ ঘটেছে তারাই আবার সঙ্গে সঙ্গে এই স্ববিরোধ সমাধানের বৈষয়িক অবস্থা Fe SIR মাকসাঁয় সমাজ বিপ্লবের মূলসুত্র এখানেই নিহিত । মাকসাীঁয় বিপ্লবী তত্ত্বের এই সুপরি হন বিন্যাস থেকে যে দায়িত্বট উপস্থিত হয় তা হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখল এবং জগৎকে পরিবর্তনের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সংগ্রামের পাশাপাশি সাংস্কতিক সংগ্রাম পরিচালনা ৷ সাংস্কৃতিক সংগ্রাম ব্যতিরেকে নতুন মানুয সৃষ্টি সম্ভব নয়। নতুনের we ঃ বুর্জোয়। বিপ্লব ও প্রলেতারীয় বিপ্লীবের বৈসাদৃশ্য ইতিহাসের শুরু থেকে পৃথিবীতে অনেক বিপ্লব : ংবটিত হয়েছে । উৎপাদন- শক্তি ও উৎপাদন-সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সামগ্রিক সমাজব্যবস্থার রূপান্তর ঘটেছে fee এই রূপান্তর সমাজের অগ্রগতির সূচক হলেও এর অসন্তঃস্থলে নিহিত রয়েছে শোষণ এবং একদিক দিয়ে বলতে গেলে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের অবাধ অগ্রগতি সাধিত হলেও,]এই বিপ্লবসমূহের মধ্য দিয়ে সংঘটিত হয়েছে শোষণের প্রকারভেদ-_-রূপাস্তরের মধ্য দিয়েও সমাজের শোষণমূলক চরিত্র থেকেছে অব্যাহত ৷



Leave a Comment