বিশ্বভারতী পত্রিকা | Visvabharati Patrika

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
চিঠিপত্র রবীন্দ্রনাথ ঠাকুর রাণু অধিকারী (মুখোপাধ্যায়) -কে লিখিত ১ ১৮ নভেম্বর ১৯১৭ . কলিকাত! কল্যাণীয়াসু শরীরটা অনেকদিনের পুরাণে হয়ে গেচে বলে তাকে খাটাতে আর সাহস হয় না। এখনো সে AD কিন্তু পুরণো গরুর গাড়ির চাকা যেমন চল্‌তে চলতে ক্যা কেঁ করে কাঁদতে থাকে এরও সেই HN | এ দেহটা কাজ করতে করতে BW] ও করচেই আর আমি তাকে ছুটি দিইনে বলে আমার উপর রাগ করচে | এই সকল কারণে, মন যখন চিঠির জবাব দিতে চায় মগজ তখন সাড়া দেয় না। কিন্তু তোমার মত মেয়ের সঙ্গে চিঠি লেখায় হার মান্ব এটা আমার সহ্য হয় না বলেই এখনো চিঠির জবাব পাচ্চ-- কিন মাঝে মাঝে লম্বা ফাক পড়ে যাচ্ছে। তুমি জিজ্ঞাসা করেচ আমার এত কি Hap আমি তার একটা ফুর্দা দেই | ১। চিঠি ১০। জানলার কাছে বসে থাকা ১৯ । চিঠি ছাড়া অন্য কিছু লেখা ২। চিঠি ১১। জানলার কাছে বসে থাকা 201 সেই লেখা সংশোধন ৩। চিঠি ১২ । জানলার কাছে বসে থাকা ২১। সেই লেখা পড়ে শোনানো 8 | চিঠি ১৩। জানলার কাছে বসে থাকা ২২। সেই লেখা কাগজে মোড়া ৫। চিঠি ১৪ । জানলার কাছে বসে থাকা ১৩। সেই লেখা ডাকে পাঠানো ৬। চিঠি ১৫ ৷ ছাতের উপর বসে থাকা ২৪ ৷ সেই লেখা ছাপার অক্ষরে পড়া ৭। চিঠি ১৬ | ছাতের উপর বসে থাকা ২৫ | সেই লেখার সমালোচনা! পড়! ৮। চিঠি ১৭ ৷ ছাতের উপর বসে থাকা ২৬ | আরো সমালোচনা পড়া ৯। চিঠি ১৮ | ছাতের উপর বসে থাকা ২৭ । সেই লেখা সম্বন্ধে অনুতাপ করা এই ত সাতাশ wa orm fre | শুনেচি তুমি বুদ্ধিমতী মেয়ে, TE FATT পার। তুমি হয়ত হিসাব fafa 2 ২৭ থেকে ২টা রেখে ৭টা বাদ দিয়ে বল্বে আমি কেবল লিখি আর কুঁড়েমি করি। অর্থাৎ কাজ আর অকাজ এই দুটি মাত্র ভাগে আমার দিন বিভপ্ত। আর এটাও তুমি নিশ্চয় সন্দেহ করবে, কাজের চেয়ে অকাজের অংশই বেশি-- পৃথিবীতে যেমন স্থলের চেয়ে জল। কিছু আমার softs তুমি যে WHR বলে কাজের চেয়ে ছোট করে দেখবে এটা আমার সহ্য হবে না। রাত্রিতে পৃথিবী দেখা যায় না কিন্তু পৃথিবীটা থাকে, তেমনি আমার কুঁড়েমির মধ্যে আমার কাজটা অদৃশ্য হয়ে যায় কিন্তু তবু সে থাকে৷ যা হোক এসব কথা নিয়ে তোমার সঙ্গে তর্ক করব না। কেননা তর্ক করার চেয়ে তর্ক না করাতে অনেক পরিস্বম বাঁচে-- এই পরিশ্রম বাঁচানোর উপায় বের করাই আমার এখনকার সর্ববপ্রধান ভাবনা |



Leave a Comment