শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত [ভাগ-২] [সংস্করণ-৯] | Sri Sri Ramkrishnakathamrita [Pt. 2] [Ed. 9]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
'দক্ষিণেশ্বর মন্দিরে। কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে? ৭ কথাবার্তা হচ্ছিলো। ছেলেদের চরিত্র ভাল থাকে না'। ঠাকুর একটু এ সকল কথা oly মাষ্টারকে গম্ভীর ভাবে বলিতেছেন--এ সব SUNG St নয়। ঈশ্বরের কথা বই অন্য কথা ভাল নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এ সব কথা তুলতে Heal উচিত ছিল না।* ( নরেন্দ্রের বয়স তখন saize ; মাফ্টারের ২৭।২৮। ) মাফ্টার অপ্রস্তুত--নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়| রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ Holes হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ | নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়] ঠাকুরের ঘরের মেজেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নমরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন,. 'চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে' এই গানটা একবার at HT | নরেন্দ গাইতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন | চিদাকাশে হলো পুর্ণপ্রেমচন্দোদয় হে । উৎলিল coming fe আনন্দময় হে | (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময় ! ) চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্তসঙ্গে ভক্তসখা লীলারসময় হে । (জয় দয়াময়, জয় দয়াময়, SA দয়াময় )। স্বর্গের দুয়ার খুলি, আনন্দ-লহরী তুলি, নববিধান-বসম্ভ-সমীরণ বয় ; ফুটে তাহে মন্দ মন্দ, লীলারসপ্রেমগন্ধ, সঘাণে যোগিবৃন্দ যোগানন্দে মত্ত হয়ে হে । (জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময় )। ভবসিদ্ধুজলে, বিধান কমলে, আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল, SS অলিকুল, পিয়ে Wel তাঁর মাঝে | দেখ দেখ মায়ের প্রসন্ন বদন চিত্ত-বিনোদন ভুবন-মোহন, পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায় তারা হইয়ে মগন; কিবা অপরূপ আহা মরি মরি, TAN প্রাণ watt করি, প্রেমদাসে বলে সবে পায় ধরি, গাও ভাই মায়ের জয় ॥



Leave a Comment