শ্রীহট্টের ইতিবৃত্ত [ভাগ-৩,৪] [সংস্করণ-১] | Sreehatter Itibritta-uttarrangsho [Pt. 3,4] [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
সেই সময় শ্রীহট্রের স্কুল সমূহের ডিপুটা ইনিসপেক্টর শ্রীযুক্ত পদ্মনাথ ভট্টাচার্য্য বিদ্যাবিনোদ এম. এ মহাশয়ের একখানা মুদ্রিত চিঠিতে জানিলাম যে তিনি শ্রীহট্টের ইতিহাস প্রকাশকল্পে মাল মসলা সংগ্রহ করিতেছেন। তাহাকে দীপিকার কথা জানাইলাম এবং তিনি তৎক্ষণাৎ wee কার্য্যে এ অযোগ্যকে ব্রতী করিলেন। দীপিকা আর মুদ্রিত হইল না,-_সেই ক্ষুদ্র বৃক্ষের স্থলে “শ্রীহট্টের ইতিবৃত্ত” qo মহামহীরুহের উৎপত্তি হইল। তখন ততটা ভাবি নাই, এখন দেখিতেছি, এ গুরুতর ভারটা গ্রহণ না করাই ছিল সঙ্গত, তরুটি তাহা হইলে নিশ্চিত AAS ও সর্ব্বাঙ্গসূন্দর হইত। কিসে কি হইয়া গেল; নিজের “fea প্রতি লক্ষ্য নাই--এ কার্য্য সাধ্যায়ত্ত কি না বিচার নাই, বিদ্যাবিনোদ মহাশয়ের আহ্বানের উন্মাদিনী শক্তির সম্মোহন গুণে বিমুগ্ধচিত্তে অপরিজ্ঞাত ও অনভ্যস্ত পথে পঙ্গু গিরিলঙঘনে প্রভাবিত হইল--শ্রীহট্টের ইতিবৃত্ত বিরচিত হইতে আরম্ভ হইল। দেশের বহুকথা বিস্মৃতিগর্ভে বিলীন হইয়া গিয়াছে, যাহা অল্প কিছু এখনও শুনা যায় তাহাও বিস্মৃতির অন্ধকূপে চিরাবৃত না হউক, ইহাই এ কার্য্যের aad সামান্যই হউক, ইতিহাস নামের অযোগ্যই হউক এবং অজ্ঞতা-জনিত Eris বহলই হউক, একটা হইয়া গেলে, পরে যোগ্যতর হস্তে সে পথের আবর্জনা দূর হইতে পারিবে, ইহাই দুর্বল চিত্তের সান্ত্বনা শ্রীহট্টের ইতিবৃত্তের acta (ভৌগোলিক বৃত্তান্ত ও এঁতিহাসিক বৃত্তান্ত) রচিত হইল,-_ মুদ্রণ ব্যয় বহন করিবে কে? তখন সেই মহাত্মা--যদিও তিনি ধনবান নহেন, কোন জমিদার WS নহেন, কিন্তু সহৃদয়তা ও স্বদেশানুরাগ Wars চুপ করিয়া বসিয়া থাকিতে দিল না-_ তিনিই নিজের কষ্টোণার্ভিত অর্থ এই কার্যে ব্যয় দিতে প্রস্তুত হইলেন। যখন তিনি নিজে গ্রন্থ প্রণয়নে JS না হইয়া আপনার সংগৃহীত বিবরণাবলী লেখকের কাছে পাঠাইয়া দিয়াছিলেন, তখনই Shes ও নৈয়ায়িক শিরোমণি রঘুনাথের গ্রষ্থপ্রণয়ন প্রসঙ্গ মনে জগিয়াছিল। শ্রীমহাপ্রতুর ন্যায়শাস্ত্রের টীকা, রঘুনাথের দাধিতি অপেক্ষা শ্রেষ্ঠ হইত, কিন্তু তিনি কবি-যশ;ঃ প্রার্থী ছিলেন না-- “না ধনং A জনং ন WA কবিতাং বা জগদীশ কাময়ে। মম জন্মানি জগন্মনীশ্বরে ভবতাস্তুক্তিরহৈতুকী ত্বয়ি”।। ইহা শ্রীমহাপ্রভুর বাক্য; তাই তিনি নিজ aan ore দিয়া রঘুনাথের নাম পুরাইয়াছিলেন। অধিকন্তু পদ্মনাথবাবু ATLA মুদ্রণ ব্যয় বহনেও প্রস্তুত হইলেন। পবিত্র Sed প্রবাহের মত তদীয় উদার হৃদয়ের বিমল ভাব লহরীর অনাবিলতা ও গভীরতা অনুভব করিয়া মোহিত 'হইলাম। পুর্ববার্ধ প্রেসে গেল, কলিকাতায় কয়েকবার যাতায়াত ও অবস্থানাদির ব্যয় সহ কিঞ্চিদূন ২৫০০, টাকা aca বৎসরাধিক কাল পরে প্রেসের লৌহ নিগড় হইতে গ্রন্থ বাহির হইল। বিদ্যাবিনোদ মহাশয় লাভের আশায় ইহার ব্যয় বহন করিয়াছিলেন মনে করিলে, ইহা নিত্যস্ত ভ্রম ও দুঃখের বিষয় হইবে; কারণ গ্রন্থ বিক্রয়ে যদি লাভ হইত. তাহা তিনি পাইতেন না, শুদ্ধ প্রদত্ত ব্যয়টা তিনি পাইবেন, ইহাই কথা ছিল। কিন্তু ব্যয়টাও তো আর তিনি এ যাবৎ



Leave a Comment