হিন্দু শাস্ত্র [খণ্ড-২] | Hindushastra [Vol. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
(১১) প্রতাব-সম্পন্ন, ধর্মপরায়ণ, মহাত্মী দশরথ পুত্র কামনায় নিরন্তর তপোরষান করিয়াছিলেন, তথাচ বংশধর পুত্রের মুখচন্দ্র নিরীক্ষণে সমর্থ হন নাই। একদা] তিনি এই বিষয় foal করিতে করিতে মনে করিলেন, এক্ষণে সন্ভানার্থ অশ্বমেধ যজ্ঞের অনুষঠান করা কর্তব্য হইতেছে অনন্তর সেঃ ধীমান, স্কিরচিত্ত অমাত্যগণের সহিত এই বিষয়ে ক্ৃতনিশ্চয় হইয়া মন্ত্রীপ্রধান সুমন্ত্রকে কহিলেন, সুমন্ত্র ! তুমি অবিলম্বে গুরু ও পুরো” হিতগণকে আনয়ন কর। তখন Bax রাজার আদেশপ্রাপ্টিমাত্র মত্বরে সুষল্প, বামদেব, জাবালি, কান্যপ, পুরোহিত alas ও বেদবেদাপারগ ব্রাহ্মণগণকে আনয়ন করিলেন | রাজা দশরথ তাহাদিগকে যথোচিত উপচারে অর্চনা! করিয়া ধর্মার্থসর্গত মধুর বাক্যে কহিলেন) তপোধনগণ! আমি পুল্রের নিমিত্ত অতিমাত্র ব্যাকুল হইয়াছি, কিছুতেই আমার সু নাই ; এক্ষণে বাসনা যে, আমি সমন্তানকামনায় এক অশ্বমেধ যজ্ঞ আহরণ করি। faa! আমি শাস্ত্রবেহিত বিধি অনুসারে যজ্ঞ সাধন করিব। এক্ষণে কিরাপে আমার মনোরথ সিদ্ধ হইতে পারে, আপনারা তাহ। অব- বারণ করুন | বশিষ্ঠ প্রভৃতি দ্বিজা তিগণ নৃপতির এইরূপ বাক্য শ্রবণ করিয়া তাঁহাকে বারংবার সাধুবাদ প্রদান করিলেন এবং প্রফুল্ল মনে তাহাকে কহিলেন, মহারাজ ! যখন সম্ভানার্থ আপনার এইরূপ ধর্মবুদ্ধি উপস্থিত হইয়াছে, তখন আপনি অভিপ্রেত পুল্ললাভে কখনই বঞ্চিত হইবেন না। অতএব আপনি অবিলম্বে য্ঞীয় সামগ্রীমন্তার আহরণ, অশ্বমোচন ও সরয্র উত্তর তীরে যজ্ঞভূমি নির্শান করন । BH দশরথ BAIA মুখে এইরূপ বাক্য শ্রবণ করিয়| যারপর নাই হৃষ্ট ও সন্তুষ্ট হইলেন | অনন্তর ধর্মপরায়ণ ব্রাহ্মণগণ রাজা দশরথকে আশীর্বাদ করিয়া তাহার নিকট বিদ্বায়গ্রহণ পূর্বক স্ব স্ব স্থানে প্রন্থান করিলেন। ব্রাহ্মণেরা প্রস্থান করিলে দশর্থ মন্ত্রীদিগকে কহিলেন, মন্ত্রীগণ ! খত্বিকেরা যেরূপ আদেশ করিলেন তান্নসারে যজ্ঞের আয়োজন কর। দশরথ সরিনিহিত মন্ত্রীবর্গকে এই বলিয়া refers গৃহগমনে অনুমতি প্রদান পূর্বক স্বয়ং অস্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। তিনি Baraca প্রবেশ করিয়া প্রেয়সী মহিষীর্দিগকে আহ্বান পূর্বক কহিলেন, মহিযীগণ ! আমি সন্তানকামনায় যজ্ঞান্ঠান করিব, অতএব তোমরাও তত্বিযয়ে কৃতনিশ্চযন হও। তখন মহিযীপালের ,



Leave a Comment