শরৎ-পত্রাবলি [সংস্করণ-১] | Sharat-patrabali [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
রেঙ্গুনের চিঠি ৯ এখন নয়। নিঃশব্দে গোপনে-- ঢাক-ঢোল face ফটোগ্রাফ দিয়ে নয়। আমি অত অর্বাচীন নই। আরও একটা কথা এই যে, চরিত্রহীন” গল্প হিসাবে-- তা' সে প্রায় কিছুই নয়। আ্যানালিসিস্‌-_সাইকোলজিক্যাল-_ এই ইচ্ছা নিয়েই লিখি। সেটা পুড়ে যায়, তারপরে দুটো মিশিয়ে একরকম ক'রে লিখেছি। আজ এই পর্যন্ত। বাড়ীর খবর ভাল ত? আমার কথাটা বাড়ীর মধ্যে একবার জানিয়ে দিয়ো। তোমার পিসীমাকে প্রণাম জানালাম। তোমার স্নেহের শরৎ প্রমথ, একটা অহঙ্কার করব, মাপ করবে? যদি কর ত' বলি। আমার চেয়ে ভাল নভেল কিংবা গল্প এক ARNT ছাড়া আর কেউ লিখতে পারবে না। যখন এই কথাটা মনে জ্ঞানে সত্য ব'লে মনে হবে-- সেই দিন প্রবন্ধ বা গল্প বা উপন্যাসের জন্য অনুরোধ কোরো। তার পূর্বে নয়-- এই আমার এক বড় অনুরোধ তোমার উপরে রইল। এ বিষয়ে আমি কারও কাছে অসত্য খাতির চাই না-- আমি সত্য চাই। তোমাদের কাগজে” ভাল লেখার অভাব হবে না, কেননা, তোমরা টাকা দেবে। কিন্তু, আমি যদি এই সময়েই 'যমুনাকে' ছাড়ি, তার আর কেউ থাকবে না। অথচ, আমি বলেছি, যদি “মেরিট'-এর আদর থাকে-- তবে যমুনা বড় হবেই । আমি কোনদিন কোন কাজেই এলাম না ভাই, যদি এই একটা কাজ সম্পন্ন ক'রে তুল্তে পারি, তবুও একটু সুখে মরব। এর মধ্যে আমাকে জবাব দেবার প্রয়োজন নাই। একেবারে বৈশাখেব “যমুনা” দেখে তোমার স্বাধীন মত দিয়ে চিঠি লিখো | দিদিব 'নারীর লেখা'টা* সম্বন্ধে বোধ করি তোমার কিছু কুরুচি ভাব উদ্রেক করবে, কিন্তু ‘Ga’ চাই-ই। আজকালকার দিনে এইটারই সব চেয়ে প্রয়োজন। আমি নিভীক লোঞক-- খাতির ক'রে কথা বল্তে জানি না-- তাই আমি নিজের ওপর এই ভারটা নিয়েছি, ঠিক এই ধরণের বারটা প্রবন্ধ লিখব, যথা-- (১) নারীর মূল্য (২) ধর্মের মূল্য (৩) ঈশ্বরের মূল। (৪) নেশার মূল্য (৫) মিথ্যার মূল্য (৬) আত্মার মূল্য (৭) পুরুষের মূল্য (৮) সাহিত্যের মূল। (৯) সমাজের মূলা (১০) অধর্মের মূল্য (১১) ৭ CSO) ke | বোধ করি বছর দুই লাগবে শেষ করতে। মত কি? ভাল হবে? দ্বাদশ মুল্য নাম দেব মনে করছি।১০ তোমার লেখার কি হ'ল? বলেছিলে পাঠাবে? যদি পাঠাও “রেজিস্টার্ড” পাঠাবে। ১৭ই এপ্রিল ১৯১৩ রেঙ্গুন প্রমথ, তোমার কাল পত্র পাইয়াছি, আজ জবাব দিতেছি। সময় নাই, কাযের কথা বলি। বৈশাখের যমুনায়” ইহারা বিজ্ঞাপন দিয়াছে যে 'চরিত্রহীন' শ্রাবণ হইতে তাহারাই বাহির করিবে।১ এ



Leave a Comment