বঙ্গদর্শন [খণ্ড-৩] | Bangadarshan [Vol. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১২৮১ ] ভাবা সমালোচন _ ৭ দেশের জলবায়ু হইতে, নয় তাহাদিগের খাদ্য হইতে, না হয় এতছুভয় হইতে উৎপন্ন হইয়াছে । এখন দেখ কোন্‌ বর্ণ কোন্‌ স্থান হইতে উৎপন্ন হয়। যে স্থানে জিহ্বার আঘাত করিলে ত বর্ণ উচ্চারিত হইয়া থাকে, fase দিলেও ইংরাজ শিশু, সেখানে জিহ্বার আঘাত করিতে পারে না। তাহার অভ্যাস নাই বলিয়া বলিতে পার না ; কেননা BE শিশুরও ত অভ্যাস নাই, ত সে পারিল কেমন করিয়া ] তবে পূর্বে যাহা বলা যাইতেছিল তাহাই ঠিক; শীতবাতাতপথাত্ধ নিবন্ধনই এরূপ হয়। শীতে জিহ্বা এড়াইয়া পড়ে, মদ খাইলে এড়াইয়া পড়ে, কিসে, কি খাইলে জিহ্বা তকারের উৎপত্তি স্থানে আঘাত করিতে পারে না? বিজ্ঞান এখন এঁ প্রশ্নের উত্তর প্রদানে অপারগ। আমাদিগের এরূপ ভরসা আছে, উপযুক্ত লোকে এ বিষয়ের সমালোচনা করিলে অচিরাঙ সদুত্তর প্রাপ্ত হইব । আমাদের দেশে এতকাল লোকের ব্যাকরণ wea এরূপ আস্থা ছিল, যে মহা মহা ভাষাবিদের এরূপ প্রশ্ন কখন মনে উদিত হইয়াছিল কি না সন্দেহ । Sin শব্দ, পতি শব্দ aM একত্র হইলে, দম্পতি হইবে, কেন ? এ প্রশ্নের উত্তর সংস্কৃত বৈয়াকরণিক দিতে অসমর্থ fee ব্যাকরণ wa ব্যতীত এরূপ ঘটনার কি কোন কারিণ নাই? অবশ্যই আছে। wale বলিলেন, সংস্কৃত দ্য র স্থানে, প্রাকৃত ‘ay হইবে । কেন ? ইহাতে এই বুঝিতে হইবে যে প্রাকৃত- ভাষীরা “দা” উচ্চারণ করিতে পারিত না, চেষ্টা করিয়া ‘oe’ বলিয়া ফেলিত । তবে বোধ হয় তাহার! বিদেশীয় হইবে, নহিলে এরূপ উচ্চারণের বৈষম্য হয় কেন? এইরূপে ভাষা সমালোচনে প্রবৃত্ত হইলে, অনেক অন্ধতমসাবৃত পুরাবৃত্ত পরিষ্কৃত হইবে এবং প্রাচীন আচার ব্যবহার আমরা অনেক বুঝিতে পারিব।



Leave a Comment