শিবনাথ শাস্ত্রীর - শ্রেষ্ঠ কবিতা | Shibnath Shastrir - Shrestha Kabita

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
যেদিকে ফিবিয়া চাই দেখি শূন্যময় ; উদাসে সতত কাঁদে পাপিষ্ট হৃদয়। চাহি আমি বন পানে দেখি তরুগণ বিযাদ-কালিমা মাখি মলিন বরন ; নাহি নড়ে পাতা ; পাখি না ডাকে কুলায়ে ; কে যেন রেখেছে শোকে AANA ডুবায়ে। চাহি আমি নিশাকালে গগন-মণ্ডলে, দেখি শশী সুধা-রাশি বিযাদ কঙ্জ্বলে। হায় মা! রহিলে কোথা ; এই রসাতন যাই মা! জনম-মতো সাগরের জলে ; নমস্কার, নমস্কার ! দেও মা! বিদায়, অভাগা তনয় তব যমালয়ে যায়! জননি! তোমার ভালে এ হেন যাতনা লিখেছিল পোড়া বিধি, মনের বাসনা রহিল মা! মনে-মনে ; যাই মা! এখন মনে রেখো wana! জন্মের Weel | তোমার মহৎ ey রহিল সমান, তিলমাত্র না slay আমি paras! লইয়া সে গুরু-খণ যমালয়ে যাই, তোমাকে জননী যেন লোকাম্তরে পাই । কোথায় রহিলে প্রিয়ে ; চলিনু সুন্দরী, তোমাকে ভবের মাঝে একা পরিহরি, দেও লো বিদায়, যাই জন্মের মতন আর কেন খুলে ফেল অঙ্গের ভূষণ, এতদিনে বিধুমুখি ' হারালে আমায় বিধাতা বিধবা আজি করিল তোমায়! বড় আশা ছিল মনে, দেখিয়া তোমার প্রেম-পূর্ণ মুখখানি, ছাড়িব সংসার! বড় আশা ছিল মনে, মরণ-শযাায় বসায়ে তোমারে পাশে, লইয়া বিদায়, চাবি চক্ষু এক করে মুদিব নয়ন! আজি সে সুখের আশা দিনু বিসর্জন, একাকী বিজন দেশে জীবন হারাই, পামরের তরে কেহ কাঁাদিবার নাই ; এখন বহিলে কোথা জীবনের ধন!



Leave a Comment