মার্পল পোয়ারো অ্যাণ্ড কোং | Marple Poyaro And Co

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
তারপর তিনি তাকালেন খোলা জানালাপথের MP একেবারে শুরু থেকে ভাবতে বসলেন ঘটনাটা। কাজটা তাহলে বেশ ARH হবে বলেই মনে হচ্ছে। হঠাৎ কেন জানি না তার মনে হলো, তাকে ঠিক চাকুরী-প্রার্থী বলে মনে হচ্ছে তো। সন্দেহ নিরসন করার জন্য এগিয়ে গিয়ে বেসিনের আয়নাটায় নিজের চেহারাটা একবার দেখে নিলেন তিনি। কদিন দাড়ি-গৌফ না কামানোর দরুন মুখটা বেশ ভারিক্কী দেখাচ্ছে, মুখে একটা মিলিটারী মেজাজ এসেছে। বাদামী চোখ, হ্যা, সব মিলিয়ে নিজেকে বেশ উপযুক্ত চাকুরী-প্রার্থী বলেই মনে হচ্ছে, তাই না! নিজেকে একজন মেজর বলেও চালিয়ে দেওয়া যায়। কিন্তু দলে যে একজন মিলিটারী আছে, যদি ধরা পড়ে যাই তার কাছে, না থাক, অত বড় একটা ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমার পরিচয় কি যেন হবে? হ্যা, দক্ষিণ আফিকার লোক হবো আমি। হুঁ, দক্ষিণই ভাল। এ অঞ্চলে বড় একটা যায় না HPS | আর মনে হয় না, দলের কেউ দক্ষিণ আফ্রিকায় গেছে কখনো। টুরিস্টগাইড পড়ে এ অঞ্চলের সব জায়গুলো মোটামুটি ভাবে মুখস্থ হয়ে গেছে, মনে হয়, প্রশ্নবাণে কেউ আমাকে নাজেহাল করতে পারবে না। দক্ষিণ আফ্রিকা উপনিবেশ হওয়ায় সুবিধে অনেক, পৃথিবীর সব দেশের লোকজনদের যাতায়াত আছে ওখানে। আমিও যেন গিয়েছিলাম সেখানে ভাগ্যের অন্বেষণে, মোটা টাকা রোজগার করে ফিরছি। এটাই যথেষ্ট, সমাভো মিশতে আমাকে কে আর আটকায় এখন? নিগার SSE | ছেলেবেলায় একটা অস্পষ্ট স্মৃতি এখন মনে পড়ছে, নদীতীর থেকে মাইল খানেক দূরে সেই পাহাড়, শঙ্খচিলের Nes, আকাশে-_অনেক CH আকাশে তাদের কতকটা ফুলস্টপের মতো মনে হতো, পাহাড়টা দেখতে ছিলো অনেকটা মানুষের মাথার মতো, কালো কুচকুচে মাথা, পুরু ঠোট, নামটাও তাই নিগাব আইল্যাগু, নিগ্রোর অপত্রংশ নিগার। সত্যি ভাবতে অনাক লাগে, এমন এক fray অখ্যাত দ্বীপে গিয়ে যে কেউ অমন বিরাট প্রাসাদ বানাতে পারে। জায়গাটা তেমন আকর্ষণীয় কিংবা লোভনীয় তেমন নয়। তাছাড়া ওখানকার আবাহাওয়া শোনা যায় মাঝে মাঝে খুব বিশ্রী হয়ে ওঠে । তবে কোটিপতিদের কাছে সব রকম খেয়ালই শোভা পায়। অঢেল টাকা থাকলে কারোর মাথায় এমন অদ্ভুতঅদ্ভূত খেয়াল আসে বৈকি! তা না হলে....থাক, বিত্তবানদের খেয়ালীপনা নিয়ে আমার অতো চিন্তা কিসের? যে উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি সেটা পূরণ হলেই যথেষ্ট। সেই এক মাত্র যাত্রীটির ঘুম ভাঙতেই তাকালো তাঁর দিকে, সমুদ্বের তীরে তো যাচ্ছেন, তবে সমুদ্রকে যেন বিশ্বাস করবেন না কখনো।' হ্যা, যা ACARI’ 'ঝড় এলো বলে!” লোকটি আপন মনে বিড়বিড় করে বকলো। ‘HG? অবাকই হলেন মি. ব্লোর, ঝড় আসতে যাবে কেন! এখন সেখানকার আবহাওয়া তো শুনেছি চমৎকার —’ "চমৎকার! আবহাওয়া কারোর কোনো কথার তোয়াক্কা করে না, বুঝলেন মশাই | আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ঝড় আসছে সেখানে প্রচণ্ড বেগে” লোকটির অনুমান নিয়ে অহেতুক তর্কে যেতে চাইলেন না মিঃ GA, তাই চুপ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন তিনি। একটা ষ্টেশনে ট্রেনটা থামতেই উঠে দাড়ালো লোকটি। 'এখানে আমাকে নামতে হবে।' ৭



Leave a Comment