চৈত্র দিন | Chaitra Din

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
তারপর কথা শেব করে চলে যাধার লময় পকেট থেকে আবার সেই area) আর অদ্ভুত অজানা সব সিগারেট বার করলে Bias 1 বললে, দেখুন আমিও ভঙ্েলোকের cern! লেখাপড়াও কিছু করেছি। তবু কি জানেন, এই চিকেই কেমন একটা ঝোঁক এসে গেছে। সেই যে শেকস্পীয়র বলেছিলো না, দি ওয়ার্লড ইজ এ স্টেজ wl আমি বলি, fe ওয়ার্লড ইজ এ সার্কাস । ঠিক কি না বলুন ? আশেপাশের গাঁয়ের ভাঙা জমিদার বাড়ির উঠতি বেকারের দল সবটা না বুঝেও সোঙসাহে সায় দিয়ে হাসল হ্যা হ্যা wea s 'গ্যাই ! এ্যাই একটো খাঁটি কথা আপনি শোনাইলেন আমাদিকে ? তারপর ছোঁক ছোঁক করে ঘুরতে লাগল জানোয়ার রাখার জায়গাটার বা! দিকে । অতো ঢাকঢ়ুক নেই, তবু কাটাতারে জায়গাটা ঘেরা | ছোটো ছোটো তাঁবু। তাঁবুর দড়িতে) কাটাতারের গায়ে টুকিটাকি রঙ্গীন ব্লাউজ, কাচুলি, শালোয়ায় শুকোতে দেওয়া । মেয়েরা থাকে এদিকটায়, বাঙালী মেয়ে | দি গ্রেট DPT সার্কাসের প্রধান আকর্ষণই হুল এই মেয়েদের খেলো । জোয়ান বেকারের দল খানিক Cease দিয়ে তারপর ধমক দেয় অন্যদের | “ae ইদিকে কি ? ইদিকে কি বটে ? লাজসরম নাই তুদের 1? না লাজ সরম নাই। কালোঝুলো গেঁয়ো একদল চাবী মান্দের গাড়োয়ান | গায়ের ডাঙা ভদ্রলোকের পাড়া ছাড়িয়ে দুরে যারা থাকে, সারা সার্কাসটার চারপাশে উৎসুক হয়ে উঁকি দিয়ে বেড়িয়েছে ওরা-_ Orel, জোয়ান, মাঝবয়সী, বুড়ো --নানান বয়সের একপাল অত্যন্ত কৌতূহলী 1 তারপর ই করে এসে তাকিয়ে তাকিয়ে আছে মেয়েদের দিকে s সার্কাসের মেয়ে! এই বাবা! এই তাকিয়ে থাকাটা কিন্তু বেলার তেমন খারাপ লাগেনি প্রথমে । চৌকো, মোটা, কালোঝুলো নানান বয়সী গ্রাম্য মুখগুলোর মধ্যে একটা গেঁয়ো gfe, একটা সরল কোতুহুল ছাড়া আর কিছু সে দেখেনি । বেলা জানে: এরা এক অন্য জাতের, অন্য জগতের । যারা অন্য জাতের তু



Leave a Comment